Select Page

দখিন দুয়ারে সিমলা

দখিন দুয়ারে সিমলা

জাতীয় পুরস্কার পাওয়া নায়িকা সিমলা অনেকদিন ধরে সিনেমার খবরে নেই। ব্যক্তিগত ঝুটঝামেলায় তাকে শিরোনামে এনেছিল। এখন নতুন ছবির খবর পাওয়া গেল।

সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘দখিন দুয়ার’-এ থাকছেন তিনি। আরো অভিনয় করছেন ফেরদৌস ও অধরা খান।

গত সপ্তাহেই কাজ শুরু হয়েছে। পদ্মার বুকে, ফেরিতে চলে এ শুটিং। দক্ষিণবঙ্গগামী মানুষের কিংবা নদী পারাপার হওয়া মানুষের শীতকালীন দুর্দশার একটি চিত্র শুটিং হয়েছে।

জানা যায়, দক্ষিণাঞ্চলের মানুষের দুর্দশা নিয়েই ছবির গল্প এগুবে।

এর মধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন অধরা খান। ছবির অন্য শিল্পী সিমলা এর পরের লট থেকে ছবিতে যুক্ত হবেন।

এর আগে ডায়মন্ডের ‘গঙ্গাযাত্রা’ ছবিতে অভিনয় করেন সিমলা। সেই ছবি কয়েকটি বিভাগে জাতীয় পুরস্কার পায়, সেরা অভিনেত্রীর পুরস্কার পান ‘গঙ্গাযাত্রা’র পপি।


মন্তব্য করুন