Select Page

দাদাসাহেব ফালকে উৎসবে ঘাসফুল

দাদাসাহেব ফালকে উৎসবে ঘাসফুল

আকরাম খান পরিচালিত ঘাসফুল অংশগ্রহণ করছে ভারতের দাদাসাহেব ফালকে উৎসবে। ৩০ এপ্রিল নয়াদিল্লিতে শুরু হবে এ উৎসব।  এতে কাহিনীচিত্র বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে ঘাসফুল।

উৎসবে অংশ নেওয়া প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘উৎসবে যাওয়ার ব্যাপারটি আমার জন্য আনন্দের। উৎসবের মাধ্যমে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে যাবে ছবিটি।’

ঘাসফুলে অভিনয় করেছেন কাজী আসিফ রহমান, সায়লা সাবি, তানিয়া বৃষ্টি, নায়লা আজাদ নূপুর, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

পরিচালক আগামী ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন। আকরাম খান বলেন, ‘ইচ্ছা ছিল আগেই মুক্তি দেওয়ার। তবে আশা করছি, আগামী ঈদে মুক্তি পাবে ছবিটি।’


মন্তব্য করুন