Select Page

দুই সিনেমায় থেমে গেল রাজ-মিম জুটি

দুই সিনেমায় থেমে গেল রাজ-মিম জুটি

 ‘পরাণ’ সুপারহিট হওয়ার পরপর মুক্তি পাওয়া ‘দামাল’ মোটামুটি সাড়া পায়। দুটি ছবি এখনো প্রেক্ষাগৃহে চলছে। ফলাফলে শরিফুল রাজবিদ্যা সিনহা মিম জুটি নিয়ে দর্শক-নির্মাতাদের মাঝে আগ্রহ জাগে। ঠিক সেই মুহূর্তে এই জুটি পথ চলা থেমে গেল বলে জানাচ্ছে সংবাদমাধ্যম। কারণ অবশ্য সবার জানা।

প্রায় এক বছর আগে পরিচালক রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’ ছবিতে চুক্তিবদ্ধ হন মিম। নায়ক হিসেবে রাজকে নেওয়ার কথা,তার পরামর্শে চিত্রনাট্যও কিছুটা সংশোধন করা হয়। কিন্তু এখন আর রাজের বিপরীতে কাজ করতে রাজি নন মিম।

এ প্রসঙ্গে প্রথম আলোকে মিম বলেন, ‘রাজের সঙ্গে পরপর দুটি ছবি ভালো গেছে আমার। রাজ খুব ভালো সহশিল্পী।  জুয়েল ভাইয়ের পরিচালনায় এই ছবিতেও  রাজের বিপরীতে কাজের কথা ছিল। কিন্তু এখন আর রাজের বিপরীতে কাজ করব না। এ কথা বলে দিয়েছি পরিচালককে।’

কিন্তু কেন? জানতে চাইলে মিম বলেন, ‘রাজের সঙ্গে ‘দামাল’ ছবির প্রচার থেকে শুরু করে রাজের স্ত্রী পরীমনি ফেসবুকে আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে যে সব ঘটনা ঘটিয়েছেন, তাতে রাজের সঙ্গে আর কাজ না করাই উত্তম। তাই আর তাঁর সঙ্গে কাজ করব না। শুধু তাই-ই নয়, আমার জন্মদিনেও ট্যাগ করে ফেসবুকে আমাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। আমি অবাক হয়েছি। এতে করে বিয়ের পর আমার প্রথম জন্মদিনটাই রংহীন হয়ে গেছে।’

কয়েক দিন আগে পরীমনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্বামী রাজ ও মিমকে ট্যাগ করে একটি স্ট্যাটাস দেন। এরপর দুজনে পাল্টাপাল্টি স্ট্যাটাস দেন।

বিষয়টি উল্লেখ করে মিম বলেন, ‘গল্পের প্রয়োজনে ছবিতে কতগুলো রোমান্টিক দৃশ্য থাকতে পারে। এখন রাজের সঙ্গে এসব দৃশ্য করতে গেলে তাঁদের পরিবারে আবার অবিশ্বাস তৈরি হবে, ঝামেলা তৈরি হবে। তাতে আমার ও আমার পরিবারের জন্য মানসম্মান ক্ষুণ্ন হবে। সামাজিক ও পারিবারিকভাবে আবারও হেয় হতে পারি আমি। আমি চাই রাজ ও পরীমনি ভালো থাকুক।’

এর মধ্যে রাজের বিপরীতে কাজের জন্য আরও বেশ কয়েকটি চিত্রনাট্য হাতে এসেছে। কিন্তু পরিচালকদের মিম জানিয়ে দিয়েছি রাজের সঙ্গে আর কাজ করবেন না।


মন্তব্য করুন