Select Page

দেবাশীষের চলচ্চিত্রে মিলন-মীম

দেবাশীষের চলচ্চিত্রে মিলন-মীম

৭2

প্রথমবারের মত বড় পর্দায় জুটি বাধতে যাচ্ছেন ছোট পর্দা থেকে আসা দুই তারকা আনিসুর রহমান মিলনবিদ্যা সিনহা মীম। সম্প্রতি দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘সম্পুর্ণ রঙিন’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ছবির কাহিনীতে দেখা যাবে মিলন সিনেমা হলের টিকেট ব্ল্যাকার ও তার প্রেমিকা মীম একজন এক্সট্রা ডান্সার। তাদের প্রেমের কাহিনী উপজীব্য করেই চলচ্চিত্র ‘সম্পুর্ণ রঙিন’।

চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন কলকাতার এন কে সলিল। আগামী মে মাস থেকে ঢাকা ও দেশের বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং হবে।


১ টি মন্তব্য

  1. Nezam Uddin

    জিরো ডিগ্রি দেখে মনে হল রুহী মীমের চেয়েও ভাল অভিনয় করেন। মীমের অভিনয়ে ম্যাচুরিটির অভাব মনে হলো।

মন্তব্য করুন