‘দেয়ালের দেশ’ নিয়ে নকলের অভিযোগ আবদুল্লাহ জহির বাবুর
ঈদুল ফিতরের প্রশংসিত সিনেমা ‘দেয়ালের দেশ’ নিয়ে নকলের অভিযোগ এনেছেন ‘লাশঘর’ নামের নাটকের রচিয়তা আবদুল্লাহ জহির বাবু ও নির্মাতা ফয়েজ আহমেদ রেজা। তবে কড়া ভাষায় সেই অভিযোগের জবাব দিলেন ‘দেয়ালের দেশ’ নির্মাতা মিশুক মনি।
অভিযোগে বলা হয়, ২০২১ সালে সরকারি অনুদান পাওয়া সিনেমা নাকি পরের বছর অর্থাৎ ২০২২ সালে প্রচারিত নাটক থেকে নকল করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় আজ সোমবার (১৫ এপ্রিল) ‘চোরের মায়ের বড় গলা!’ শিরোনামের পোস্টে মিশুক মনি লেখেন, ‘এই সিনেমার বিরুদ্ধে ২০২২ সালে রিলিজ হওয়া একটা নাটকের টিম অভিযোগ এনেছেন যে তাদের গল্প চুরি করে আমরা নাকি এই সিনেমা নির্মাণ করেছি। তাদের অভিযোগ অনেকটা পাটিগণিতের ভুল অংকের পিতার চেয়ে পুত্রের বয়স বেশির মতো হয়ে গেছে।’
নির্মাতা জানান, ছবির নায়িকা শবনম বুবলির কাছে ‘দেয়ালের দেশ’-এর গল্প শুনে আবদুল্লাহ জহির বাবু নিজেই তার কাছে ফোন করেছেন।
মিশুক মনি বলেন, “যারা অভিযোগ এনেছেন তাদের নাম আবদুল্লাহ জহির বাবু এবং ফয়েজ আহমেদ রেজা। মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট, জনাব আব্দুল্লাহ জহির বাবু গত বছর হঠাৎ একদিন দুপুরে আমাকে ফোন করলেন। ততদিনে আমরা ‘দেয়ালের দেশ’-এর অর্ধেক শ্যুটিং শেষ করেছি। উনি আমাকে বললেন যে উনি কথায় কথায় বুবলির কাছে এই ‘দেয়ালের দেশ’ সম্পর্কে জেনেছেন। এবং বুবলির কাছে থেকে আমার কন্টাক্ট নাম্বার নিয়েছেন। আবদুল্লাহ জহির বাবু তার একটা নাটকের কথা মেনশন করে বললেন যে, সেটার গল্পের সঙ্গে নাকি আমার সিনেমার গল্পের কিছুটা মিল। সেই সূত্র ধরে আমাকে প্রশ্ন করলেন আমি এই গল্পের আইডিয়া কোথায় পেলাম। সেটাও শেয়ার করলাম। এমনকি অভিনেতা শরিফুল রাজকে উনার স্ক্রিপ্টে কাস্ট করে ইন্ডিয়ান নায়িকা এনে কাজ করতে চান কিন্তু রাজের সঙ্গে একাধিকবার কথার হবার পর থেকে রাজ আর রেসপন্ড করেন না সেই ক্ষোভও ঝাড়লেন।”
মিশুক মনি
‘এরপর খানিকটা ভদ্রতা ও মিউচুয়াল কথা আগালো’ উল্লেখ করে সাম্প্রতিক প্রসঙ্গ টেনে বলেন, ‘এরপর হঠাৎ তিনদিন আগে অভিযোগ করা স্ট্যাটাস আমাকে একজন পাঠালেন। সুতরাং আমার প্রশ্ন হচ্ছে এতকাল তাহলে অভিযোগ না করে সিনেমা রিলিজের পর উনার অভিযোগ করার উদ্দেশ্য কি?’
এরপর সিনেমাটির নির্মাণ নিয়ে বলেন, ২০২০-২০২১ অর্থ বছরে সরকারী অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’। তার মানে তারো ৬-৮ মাস আগে এই চলচ্চিত্রের চিত্রনাট্য তথ্য মন্ত্রণালয়ে সাবমিট করতে হয়। এবং এরকম একটা স্ক্রিপ্ট লিখতে মিনিমাম ৬ মাস সময় তো চলেই যায়। সুতরাং যুক্তির খাতিরে ‘দেয়ালের দেশ’-এর স্ক্রিপ্টিং শুরু হয়ে সেই অর্থে সময় হিসেব করলে ২০১৯ সালে।
মিশুক মনি বলেন, “প্রাকটিক্যালি এটার স্ক্রিপ্টিং শুরু হয় ২০১৬ সালে। তখন আমি এই শহরের একটা হসপিটালে আমার এক পেশেন্ট দেখতে গিয়ে সেখানকার হিমাগারের একজনের সাথে দেখা হয়। কথায় কথায় তার কাছে জানতে পারি, উনার ২৫ বছর আগে যার সঙ্গে তুমুল প্রেমের সম্পর্ক ছিল সেই প্রেমিকার লাশ তার হিমাগারে আসে ২৫ বছর পর লাশ হয়ে। এই ২৫ বছরে ভদ্রলোকের আর বিয়ে করা হয়ে ওঠেনি। সেই গল্প শুনে আমার মাথায় দেয়ালের দেশ এর আইডিয়া জেনারেট করে।
এরপর এই গল্পের আইডিয়া আমি ২০১৮ সালের দিকে ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে শেয়ার করি। সিয়াম আহমেদ ‘শান’ সিনেমা শুরু করার আগে তার সঙ্গে এই গল্প নিয়ে আমার বসা হয়েছিল। এবং এই ফেটারনিটির আরো কিছু কলিগের সঙ্গে এই আইডিয়া আমার শেয়ার করা হয়।
সবচেয়ে কম সময় হিসেব করলেও ২০১৯ সালে লেখা একটা চিত্রনাট্য কিভাবে ২০২২ সালে রিলিজ হওয়া একটা নাটকের আইডিয়া চুরি করতে পারে? উল্টো এমনটা কি হতে পারে না যে আমার গল্পের আইডিয়া উনারা কারো কাছে শুনে তা নাটক বানিয়ে ফেলেছেন?”
আরো পড়ুন: বাংলাদেশের প্রথম ছবি থেকে শুরু করে সবই তো নকল: আবদুল্লাহ জহির বাবু
আব্দুল্লাহ জহির বাবু
মিশুক মনি বলেন, ‘উনাদের এই অদ্ভুত ইললজিক্যাল অভিযোগ আমার সন্মানহানি করছে এবং একই সঙ্গে আমার সিনেমার ব্যবসায়িক ক্ষতি করছে। উনারা যদি আগামী দুদিনের মধ্যে উনাদের মন্তব্য উইথড্র করে না নেন তবে আমি আমার সন্মানহানি ও সিনেমার ব্যবসায়িক ক্ষতির কারণে আইনগত ব্যবস্থা নেবো।’
উল্লেখ্য যে বাংলা সিনেমায় সবচেয়ে কাহিনি লিখে এরই মধ্যে রেকর্ড করেছেন আবদুল্লাহ জহির বাবু। হাতগোণা কয়েকটি ছাড়া এসব গল্প বিভিন্ন দেশের সিনেমা থেকে নিয়েছেন তিনি।