Select Page

দেরিতে হলেও শুভেচ্ছা জানালেন শাকিব খান

দেরিতে হলেও শুভেচ্ছা জানালেন শাকিব খান

১৮ আগস্ট ছিল বর্ষীয়ান অভিনেতা ফারুকের জন্মদিন। ওইদিন শুভেচ্ছা বাণীতে দিনভর সিক্ত হয়েছেন ‘মিয়া ভাই’ নামে পরিচিত এ নায়ক। আর শাকিব খানের শুভেচ্ছা এসেছে দিনটি শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে।

দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল দুজনের মধ্যে। শাকিব খানের ওপর একাধিকবার অভিমান ও ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ফারুক। চলচ্চিত্রকর্মীদের ‘স্টুপিড’ বলায় খেপেছিলেন তিনি। আর এ জন্য চলচ্চিত্র পরিবারসহ আরো ১৬টি সংগঠন মিলে সব চলচ্চিত্র কলাকুশলীকে শাকিবের সঙ্গে কাজ না করার আহ্বান জানান তিনি।

১২ আগস্ট যখন প্রদর্শক সমিতির সঙ্গে মিশা সওদাগর, রিয়াজ, জায়েদ খান, মুশফিকুর রহমান গুলজার, খোরশেদ আলম খসরু ও বদিউল আলম খোকনের বিরোধ মিটে যায়, তখন সবার মনে প্রশ্ন ছিল একটাই—শাকিবের বিষয়ে কী হবে! শাকিব নিজেই এবার এগিয়ে এসেছেন। শুরুটা করেছেন ‘মিয়া ভাই’য়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে।

১৮ আগস্ট ছিল রাত ১১টার দিকে ফারুককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাকিবের ফ্যান পেজে লেখা হয়, ‘শুভ জন্মদিন। আজ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, আমাদের চলচ্চিত্রের অভিভাবক মিয়া ভাই খ্যাত নায়ক ফারুক ভাইয়ার জন্মদিন। শ্রদ্ধা-ভালোবাসা অবিরাম, প্রিয় বড় ভাই।


মন্তব্য করুন