Select Page

‘দেশা-দ্য লিডার’র মহরত

‘দেশা-দ্য লিডার’র মহরত

desa2শুরু হতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন ছবি কাজ। ছবিটির নাম দেশা-দ্য লিডার। ছবিটি পরিচালনা করছেন নতুন পরিচালক সৈকত নাসির।

১৪ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৫টায় এফিডিসির ২ নং ফ্লোরে অনুষ্ঠিত হল নতুন সিনেমাটির শুভ মহরত।

আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই মহরতে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার সিইও শীষ মনোয়ার, পরিচালক জাকির হোসেন রাজু, অভিনেতা তারিক আনাম খান, সিনেমাটির পরিচালক সৈকত নাসিরসহ চলচ্চিত্র সংশ্লিষ্ঠ অনেকেই।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন মাহি এবং শিপন।


মন্তব্য করুন