Select Page

দেশে ‘পেয়ারার সুবাস’, বিদেশে জয়া আহসানের ‘ভূতপরী’

দেশে ‘পেয়ারার সুবাস’, বিদেশে জয়া আহসানের ‘ভূতপরী’

একইদিনে দুই দেশে মুক্তি পাবে জয়া আহসানের দুই সিনেমা। আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’ ও ভারতে ‘ভূতপরী’।

‘পেয়ারার সুবাস’ মুক্তির খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক ও প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দেওয়ার জন্য এরই মধ্যে চলচ্চিত্র প্রযোজক সমিতিতে নিবন্ধনও করা হয়েছে। ‘পেয়ারার সুবাস’ ছবিতে জয়া ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, নূর ইমরান মিঠু, সুষমা সরকার প্রমুখ।

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরে অংশ নিয়েছিল ছবিটি। গত বছর ২৬ এপ্রিল উৎসবটিতে ছবির আন্তর্জাতিক প্রিমিয়ার হয়।

২০১৬ সালে ‘পেয়ারার সুবাস’-এর শুটিং শুরু হয়েছিল সিরাজগঞ্জ ও পাবনায়। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে যায়। অবশেষে ২০২০ সালে শেষ হয় চিত্রায়ণ। গত বছর ২৩ নভেম্বর ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। এর পর থেকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান নির্মাতা নুরুল আলম আতিক।

বলেন, ‘ছবি মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন।

আমার দিক থেকে যা যা দরকার আমি প্রযোজনা প্রতিষ্ঠানকে বুঝিয়ে দিয়েছি। এখন প্রযোজনা প্রতিষ্ঠানই বাকি সব কিছু ঘোষণা করবে। কবে থেকে প্রচারণা শুরু করবে, কবে প্রিমিয়ার বা অন্যান্য আয়োজন করবে—সেটা তারাই বলতে পারবে। তবে ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে, আমি সেটাই জানি।’

আলফা আইয়ের সঙ্গে ‘পেয়ারার সুবাস’-এর সহপ্রযোজক চরকি। আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, ‘আমরা দুই-তিন দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছবি মুক্তির বিষয়ে জানাব। ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দেব, সেটারই প্রস্তুতি চলছে।’

এদিকে সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূতপরী’ শুটিং হয়েছে প্রায় দুই বছর আগে। আর ট্রেলার মুক্তি পেয়েছে গত ১৯ জানুয়ারি। এরই মধ্যে ২০ লাখের ওপর মানুষ ট্রেলারটি দেখেছে।

ছবিটিতে জয়া ছাড়াও অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্ত চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, বিষান্তুক প্রমুখ। খবর কালের কণ্ঠ


মন্তব্য করুন