Select Page

মিড ডে/দক্ষিণ এশিয়ার শীর্ষ দশে বাংলাদেশের দুই সিনেমা

মিড ডে/দক্ষিণ এশিয়ার শীর্ষ দশে বাংলাদেশের দুই সিনেমা

২০২৩ সালে মুক্তি পাওয়া সিনেমা থেকে সেরা ২০টির একটি তালিকা তৈরি করেছে ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে। প্রথম ধাপে প্রকাশ করা এ তালিকায় ১০টি সিনেমা ও তথ্যচিত্র রয়েছে। এতে দক্ষিণ এশিয়ার নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, আফগানিস্তান ও মিয়ানমারের পাশাপাশি রয়েছে বাংলাদেশের দুটি সিনেমা।

তালিকায় ১ নম্বরে রয়েছে ভুটানের সিনেমা ‘দ্য মঙ্ক অ্যান্ড দ্য গান’। সিনেমাটি অস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিল। ভারতের তথ্যচিত্র ‘টু কিল আ টাইগার’ এ তালিকায় ২ নম্বরে রয়েছে। ঝাড়খন্ডের এক গরিব কৃষকের মেয়ে যৌন নির্যাতনের শিকার হয়। সেই ঘটনার ন্যায়বিচার নিয়েই এর মানবিক গল্প। এটি অস্কারেও প্রতিযোগিতা করছে।

পাকিস্তানের সিনেমা ‘ইন ফ্ল্যামেস’ এ তালিকায় ৩ নম্বরে রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন জারাহ খান। সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টরস ফোর্ট নাইটে জায়গা পেয়েছিল।

দীপা মেহতা ও সিরাত তানিজার যৌথভাবে পরিচালিত পাকিস্তানের সিনেমা ‘আই অ্যাম সিরাত’–এর গল্প এক ট্রান্সজেন্ডারকে কেন্দ্র করে। পরিচালক সিরাত নিজেই এখানে চরিত্র। সিনেমাটি লন্ডন উৎসবে প্রতিযোগিতা করেছিল।

বাংলাদেশের মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ রয়েছে তালিকায় ৫ নম্বরে। সিনেমাটি বুসান চলচ্চিত্র উৎসবের কিম জিসুক পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল।

ভারতের মালয়ালম ভাষার সিনেমা ‘প্যারাডাইস’ এ তালিকায় ৬ নম্বরে রয়েছে। এটি পরিচালনা করেছেন প্রসন্ন বিথানাগ। সিনেমাটি গত বছর বুসানের কিম জিসুক পুরস্কার জিতেছিল। নেপালের সিনেমা ‘আ রোড টু আ ভিলেজ’ তালিকায় ৭ নম্বরে রয়েছে। বাবা-ছেলের বোঝাপড়া নিয়েই সিনেমাটি। এটি পরিচালনা করছেন নবিন সুব্বাহ। সিনেমাটি টরন্টো উৎসবসহ বেশ কিছু উৎসবে অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছিল।

ফাউজিয়া মির্জা পরিচালিত ‘দ্য কুইন অব মাই ড্রিমস’ সিনেমাটি এ তালিকায় ৮ নম্বরে রয়েছে। পাকিস্তানের এক নারী থাকেন কানাডায়। বাবার মৃত্যুতে পাকিস্তানের করাচিতে আসেন। কয়েক প্রজন্মের মেলবন্ধন, সমকামী সম্পর্কের মতো বেশ কিছু বিষয় উঠে এসেছে। ভেনিস চলচ্চিত্র উৎসবের হরিজনস অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিল নেপালের সিনেমা ‘দ্য রেড সুটকেস’। একজন ডেলিভারি ম্যান দূরবর্তী শহরে একটি সুটকেস পৌঁছে দিতে যায়। নেপালি অভিবাসীদের নানা প্রসঙ্গ উঠে এসেছে রহস্যময় এই সিনেমায়। এটি পরিচালনা করেছেন ফিদেল দেবকোটা।

বাংলাদেশের সিনেমা ‘বাড়ির নাম শাহানা’ এ তালিকায় ১০ নম্বরে রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন লিসা গাজী। ‘বাড়ির নাম শাহানা’ বিবাহবিচ্ছেদকারী এক নারীর গল্প বলে, যে নিজের মতো করে বাঁচার স্বপ্ন দেখে। সত্য কাহিনি অবলম্বনে নির্মিত এ সিনেমা মুম্বাইসহ বেশ কিছু উৎসবে পুরস্কার জয় করে। খবর প্রথম আলো


মন্তব্য করুন