Select Page

দোয়া চেয়ে দিতির খোলা চিঠি

দোয়া চেয়ে দিতির খোলা চিঠি

Bangla film actress diti hospitalized chennaiপ্রিয় বন্ধু, সহকর্মী ও ভক্তরা, আমি জানি আমাকে না দেখে তোমরা বেশিদিন থাকতে পারো না। এর জন্য তাড়াতাড়ি ভাল হয়ে এসে একটা কাচ্চি বিরিয়ানির পার্টি দিব। এখানে আমি ভাল আছি, মনে হচ্ছে পাঁচ তারকা হোটেলে ছুটি কাটাতে এসেছি। দিনে হাজারটা ইনজেকশান দেয়, খালি এইটাই বিরক্ত লাগে। ডাক্তার বলছে আমার ব্রেইনে ছোট্ট একটা টিউমার হইছে, তেমন দুঃশ্চিন্তার কিছু নেই ইনশাল্লাহ। সব কিছু শেষ, খালি ওইটা (টিউমার) মাথা থেকে ফেলতে পারলেই হয়। পরশুদিন (বুধবার) অস্ত্রোপচারের তারিখ দিয়েছে। আবার তোমাদের সাথে খুব শিগগিরই মজা করতে চলে আসবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ধৈর্য্য ধর, আর দোয়া কর। আমার উপর তোমাদের এত দোয়া, কিছু হবে না ইনশাল্লাহ। খালি দোয়া কর। তোমারা ভাল থাক, আমিও ভাল থাকার জন্য দোয়া কর। আল্লাহ আমাকে এত ভাল মানুষদের সঙ্গে মিলামেশা করার তৌফিক দিয়েছে, যারা আমাকে এত ভালোবাসে। অসংখ্য ধন্যবাদ। আল্লাহকেও ধন্যবাদ সকল সহায়তার জন্য।

চিত্রনায়িকা দিতি এই চিঠিটি লিখেছেন চেন্নাইয়ের এমআইওটি হাসপাতাল থেকে। আগামীকাল সকালে তার অপারেশন করা হবে। তার আগে সকলের দোয়া চেয়ে এই চিঠি লিখেছেন তিনি এবং মেয়ে লামিয়ার হাত দিয়ে পৌছেছে সকলের হাতে।

বাংলা মুভি ডেটাবেজ (বিএমডিবি) পরিবারের পক্ষ থেকে এই অভিনেত্রীর জন্য দোয়া এবং শুভকামনা।

সূত্র: বাংলামেইল


মন্তব্য করুন