Select Page

দ্বিতীয় শুক্রবারেও চাষী নজরুল

দ্বিতীয় শুক্রবারেও চাষী নজরুল

chasi-nazrul-islam

বছরের প্রথম শুক্রবারে মুক্তি পেয়েছে সায়মন তারিক পরিচালিত ‘মাটির পরী’। ওই সিনেমায় অভিনয় করেছিলেন প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলামকে। দ্বিতীয় শুক্রবারেও (৮ জানুয়ারি) তিনি হাজির হচ্ছেন সিনেমা হলে। এবার পরিচালক হিসেবে।

মুক্তি পেল চাষী নজরুলের ‘ভুল যদি হয়’। তবে তার নির্মিত সর্বশেষ সিনেমা ‘অন্তরঙ্গ’ মুক্তি পেয়েছে ২০১৫ সালে নভেম্বরে। ‘ভুল যদি হয়’ মুক্তির কথা ছিল ২০১৪ সালে। নানা কারণে তা হয়নি।

এই ছবিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আলিশা, ইমনসম্রাট প্রমুখ।

১১ জানুয়ারি চাষী নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী। তার আগেই মুক্তি পাবে ‘ভুল যদি হয়’।


মন্তব্য করুন