Select Page

নতুন অধ্যায়ে আরিফিন শুভ

নতুন অধ্যায়ে আরিফিন শুভ

shuvho

কলকাতার মেয়ে অর্পিতা সমাদ্দারকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। অর্পিতার বাড়িতে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই নতুন জীবনে প্রবেশ করলেন তারা।

এ নিয়ে শুভ তার ফেসবুকে লিখেছেন, ‘দোয়া এবং ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ জানাই- আরিফিন শুভ এবং অর্পিতা আরিফিন।’

৪ ফেব্রুয়ারি শুভ-অর্পিতার বাগদান সম্পন্ন হয়। ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় কলকাতার টালিগঞ্জের যোধপুর পার্ক মাঠে তাদের বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করা হয়। এর আগে দুপুরে টালিগঞ্জে অর্পিতার বাবার বাসায় রেজিস্ট্রি বিয়ে হয় তাঁদের। এ সময় দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যাওয়া অতিথিদের মধ্যে ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

ঢাকায় অনুষ্ঠিত হবে তাদের বিবাহ পরবর্তী অনুষ্ঠান। হবু কনেকে নিয়ে ১৫ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন শুভ।পরদিনই পারিবারিকভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হবেন তারা।

কলকাতায় বেড়ে ওঠা অর্পিতা ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছেন।


মন্তব্য করুন