Select Page

নতুন চলচ্চিত্রে শখ

নতুন চলচ্চিত্রে শখ

Shokhগেল বছর মুক্তি পেয়েছে অল্প অল্প প্রেমের গল্প। নতুন পরিচালক সানিয়াতের পরিচালনায় তার বিপরীতে নিলয়। প্রথম অভিনীত চলচ্চিত্র শাকিব খানের সাথে বলো না তুমি আমার খুব একটা সাফল্য বয়ে আনতে পারে নি, ফলে চলচ্চিত্রে নিয়মিত হওয়ার সুযোগ হয় নি, টিভি পর্দায়ই থেকে গিয়েছিলেন। দ্বিতীয় ছবির সাফল্য আত্মবিশ্বাসী করে তুলেছে, আর তাই শীঘ্রই তৃতীয় চলচ্চিত্রে আসছেন শখ

সম্প্রতি এক দৈনিক পত্রিকার সাথে সাক্ষাতকারে নতুন ছবির কথা জানালেও জানান নি ছবির নাম কিংবা পরিচালকের নাম। নায়কও চূড়ান্ত হয় নি এখনো। তবে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। নায়ক নির্বাচিত হলেই ছবির ঘোষনা দেবেন পরিচালক।

শখ ভক্তরা অপেক্ষা করতে পারেন সেই শুভক্ষনের জন্য।


১ টি মন্তব্য

মন্তব্য করুন