Select Page

নতুন ছবিতে ববিতা

নতুন ছবিতে ববিতা

Babitaএকমাত্র পুত্র অনিকের সাথে কানাডায় অবস্থান এবং শারীরিক অসুস্থ্যতার কারনে অনেকদিন চলচ্চিত্র থেকে দূরে থাকা ববিতা নতুন ছবির কাজ শুরু করলেন। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মীয়মান দিল মোহাম্মদ দিলুর প্রযোজনা এবং শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এই ছবির নাম ‘তোমার কাছে ঋণী‘। সুস্থ্য শরীরে অভিনয় করতে পারছেন বলে ববিতা আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি জানান, ছবির গল্প সুন্দর এবং পরিচালকের কাজের প্রশংসা করে তিনি আশা করেন ছবিটি ভালো হবে।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন