Select Page

নতুন জুটি বাপ্পী-মিতু

নতুন জুটি বাপ্পী-মিতু

জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রং’ ছবিতে অভিষেক হয় বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহির। এরপর তারা দ্রুত জনপ্রিয় জুটিতে পরিণত হন। পরে আঁচলের সঙ্গে বাপ্পী কিছু ছবি করলেও সে অর্থে জুটি গড়ে ওঠেনি।

হালে নবাগত জাহারা মিতুর সঙ্গে চারটি ছবিতে জুটিবদ্ধ হয়েছেন এ নায়ক।

কিছুদিন আগে ‘শত্রু’ নামে নতুন একটি সিনেমায় কাজ শুরু করেছেন এ জুটি। সব মিলিয়ে গত আট মাসে পর পর চারটি সিনেমায় জুটি বাঁধলো বাপ্পী ও মিতু।

‘শত্রু’ পরিচালনা করেছেন সুমন ধর। ২০ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ছবির টানা শুটিং হওয়ার কথা থাকলেও মায়ের অসুস্থতার কারণে বর্তমানে ভারতে রয়েছে বাপ্পী।

গত বছরের ফেব্রুয়ারিতে অপূর্ব রানার ‘যন্ত্রণা’ নামের ছবির শুটিংয়ে প্রথমবার মুন্সিগঞ্জ যান বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু। এর কিছুদিন পর করোনার লকডাউনে পড়েন সবাই। সেটা শেষ হলেই সেপ্টেম্বরে আরও একটি নতুন ছবিতে ফেরেন তারা। শুটিং শুরু করেন কাজী হায়াতের ‘জয় বাংলা’ নামের চলচ্চিত্রের। সরকারি অনুদানের এ ছবির গল্প স্বাধীনতা যুদ্ধ নিয়ে।

এর দুই মাসের তারা যুক্ত হন শাহীন সুমনের ‘কুস্তিগীর’ ছবিতে। ইতিমধ্যে সেই ছবির কাজও সম্পন্ন হয়েছে।

শাকিব খানের বিপরীতে ‘আগুন’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন জাহারা মিতু। কিন্তু প্রযোজক গ্রেপ্তার হলে সিনেমাটি পিছিয়ে যায়। এরপর শাপলা মিডিয়ার ব্যানারে দেবের বিপরীতে ‘কমান্ডো’ নামের ছবিতে চুক্তিবদ্ধ হলেও নানা কারণে ছবিটি এগোচ্ছে না। সব মিলিয়ে আপাতত বাপ্পীর সঙ্গে ছবিগুলোই চলচ্চিত্র ক্যারিয়ারে জাহারা মিতুর ভরসা।


মন্তব্য করুন