Select Page

নতুন নায়িকা মুনিয়া

নতুন নায়িকা মুনিয়া

ঢালিউডের চলচ্চিত্রে নতুন আরেকজন নায়িকা অভিষিক্ত হতে যাচ্ছেন। ‘ভালোবাসার গল্প’ ছবির মধ্য দিয়ে অভিষেক হতে যাওয়া এই অভিনেত্রীর নাম মুনিয়া আফরিন। ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন।Munia

প্রথম ছবিতেই মুনিয়ার নায়ক আনিসুর রহমান মিলন। তাই বিষয়টি নিয়ে বেশ এক্সাইটেড মুনিয়া। সম্প্রতি এ বিষয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেন, প্রথম ছবিতেই আমার কো-আর্টিস্ট হলেন মিলন ভাই। তিনি আমার অনেক প্রিয় একজন অভিনেতা। ছবিতে অভিনয় করতে গিয়ে অনেক কিছু শিখেছি তার কাছে। অনেক সহযোগিতাও করেছেন। এখানে আমার চরিত্রের নাম পাখি এবং মিলন ভাই মাসুম চরিত্রে অভিনয় করেছেন। ছবির গানগুলোও অনেক ভাল হয়েছে। সবচেয়ে বড় কথা হলো এখানে আমার চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। আশা করছি, সবার ভাল লাগবে ছবিটি।

১৩ই এপ্রিল ঘটা করে ছবিটির অডিও প্রকাশ হয়েছে। এ ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বালাম, শফিক তুহিন, সালমা, নন্দিতা, অরিন, প্রতীক হাসান ও লুৎফর হাসান। এস এস মাল্টিমিডিয়া হাউসের এ ছবিতে মুনিয়া ও মিলন ছাড়াও অভিনয় করেছেন আরজু, মুনিরা মিঠু, ডন ও মিশা সওদাগর।

মুনিয়ার জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। এর আগে মডেলিং করলেও এটিই তার প্রথম ছবি। মূলত চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন নিয়েই মিডিয়ায় পথচলা শুরু করেন তিনি। প্রথম ছবি নিয়ে দারুণ আশাবাদী এই গ্ল্যামারাস কন্যা।


মন্তব্য করুন