Select Page

নাটক নির্মাণে রিনা খান

নাটক নির্মাণে রিনা খান

1430753232_Rina-Khan

চলচ্চিত্রের খল নায়িকা হিসেবেই বেশি পরিচিত রিনা খান। এ পর্যন্ত ছয় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি এ অভিনেত্রী নাটক পরিচালনায় হাত দিয়েছেন।

রীনা খান এর আগে ‘পীর মার কিচ্ছা’ নামে একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেন। পরবর্তীতে এটি ‘তাল বেতাল’ নামে প্রচার হয়। বর্তমানে আরও কয়েকটি নাটক নির্মাণের পরিচালনা করছেন এ অভিনেত্রী।

সুভাষ দত্তের পরিচালনায় ১৯৮২ সালে ‘সোহাগ মিলন’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রীনার যাত্রা শুরু। সেই সময় তিনি বাজাজ’র বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছিলেন। ১৯৮২ সালেই সুভাষ দত্তের ‘সবুজ সাথী’ চলচ্চিত্রে সৎ বোনের চরিত্রে অভিনয় করে খল চরিত্রে অভিনয় শুরু করেন।


মন্তব্য করুন