Select Page

নাম বদলে নিষিদ্ধ প্রেমের সঙ্গী বিপাশা

নাম বদলে নিষিদ্ধ প্রেমের সঙ্গী বিপাশা

nishiddo-prem-golpo-mamun-shimla

রুবেল আনুশের ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিতে অভিনয় করেছেন সিমলা। অসম প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। নিষিদ্ধ প্রেমে সিমলার সঙ্গী হয়েছিলেন মামুন। সবাই যখন জানে ছবির শুটিং শেষ ঠিক তখনই পরিচালক জানালেন নতুন খবর। পাল্টে গেল ছবির গল্প, নামও।

‘নিষিদ্ধ প্রেমের গল্প’ থেকে এখন ‘প্রেম কাহন’ করা হয়েছে। সাবপ্লটে নতুন করে চরিত্র তৈরি করে নেওয়া হয়েছে বিপাশা কবিরকে।

এ প্রসঙ্গে কালের কণ্ঠকে রুবেল বলেন, ‘ছবিটি দেখার পর মনে হয়েছে কিছুটা রদবদল দরকার। তাই এমন সিদ্ধান্ত নিয়েছি। বেশির ভাগ ছবিতে বিপাশাকে আইটেম কন্যা হিসেবে দেখা গেলেও এই ছবিতে তাঁর চরিত্রে ভিন্নতা রয়েছে।’

নতুন করে ছবিতে চুক্তিবদ্ধ হওয়া সম্পর্কে বিপাশা বলেন, ‘আমার চরিত্রটি গুরুত্বপূর্ণ বলেই কাজটি করতে রাজি হয়েছি। এখানে আমি প্রেমিকা বা আইটেম কন্যা নই। অন্য এক বিপাশা হয়ে হাজির হব।’

এদিকে নতুন করে বিপাশার অন্তর্ভুক্তি সিমলার চরিত্রকে ছোট করে দেবে কি না জানতে চাইলে সিমলা বলেন, ‘ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছি আমি আর মামুন। আমাদের চরিত্রের গুরুত্ব কমালে পরিচালকের ভুল হবে। আশা করছি, তিনি এমন কিছু করবেন না।’ উল্লেখ্য, বেশ আগেই পরিচালক সিমলার অংশের শুটিং শেষ করেছেন। বিপাশার অংশের শুটিং হবে এই মাসের শেষ সপ্তাহে।


মন্তব্য করুন