Select Page

নায়িকার বাসায় ভিলেন

নায়িকার বাসায় ভিলেন

# শবনম এটিএম শামসুজ্জামানের শেষবার দেখা হয় পাঁচ বছর আগে
# তাদের ইচ্ছা ছিল পরস্পরের সঙ্গে দীর্ঘ সময় আড্ডার
# এবার ফুসরত মিলতেই শবনমের বাসায় চলে গেলেন ভিলেন

বাংলা চলচ্চিত্রের জীবন্ত দুই কিংবদন্তি এটিএম শামসুজ্জামান ও শবনম। এর মধ্যে জনপ্রিয় নায়িকা তার ক্যারিয়ারের দীর্ঘ সময় কাটিয়েছেন পাকিস্তানে, তাকে নিয়ে সে দেশে এখনো আলোচনা হয়, শোনা যায় দীর্ঘশ্বাস।

এই দুই তারকা একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায়ও অভিনয় করেছিলেন। সর্বশেষ নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘প্রেম শক্তি’ সিনেমায় দেখা যায় শবনম ও এটিএম শামসুজ্জামানকে। তাও প্রায় ৩ দশক আগে।

এরপর দুজনের বিভিন্ন অনুষ্ঠানে দেখাও হয়। পাঁচ বছর আগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুজনের দেখা হয়েছিল একই মঞ্চে পুরস্কার গ্রহণ করার সময়। সে সময় দুজন মন খুলে কথা বলতে পারেননি। তবে শবনমকে এটিএম শামসুজ্জামান কথা দিয়েছিলেন, তিনি এক দিন সময় করে নায়িকার বাসায় গিয়ে আড্ডা দেবেন।

শবনমও সানন্দে এটিএম শামসুজ্জামানের সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছিলেন। কিন্তু দুজনই ব্যস্ততার কারণে আর সময় করে উঠতে পারেননি।

গেল সপ্তাহে শবনমের সঙ্গে বারিধারায় শবনমের বাসায়ই এক বিকালে আড্ডায় মেতে ওঠেন এটিএম শামসুজ্জামান ও শবনম।

সেদিনের আড্ডায় চলচ্চিত্রের নানা প্রসঙ্গ নিয়ে কথা হয় দুজনের মধ্যে।

তারা বলেন, আমাদের সম্পর্কটা বেশ মধুর। একে অপরকে শ্রদ্ধা করি ও ভালোবাসি। একসঙ্গে হতে পেরে ভালো লাগছে।

এটা নিশ্চয় পাঠকদের জন্যও ভালো লাগার খবর। ভালো থাকুন দুই বর্ষীয়ান তারকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


মন্তব্য করুন