Select Page

‘নিরন্তর’ পরিচালকের কাছে শাবনূর ভক্তের অনুরোধ, সিনেমার বাজেট জোগাড়েও রাজি!

‘নিরন্তর’ পরিচালকের কাছে শাবনূর ভক্তের অনুরোধ, সিনেমার বাজেট জোগাড়েও রাজি!

বাংলা বাণিজ্যিক সিনেমায় এক যুগের বেশি সময় রাজত্ব করেছেন শাবনূর। তার নামেই হাউসফুল হতো প্রেক্ষাগৃহে। এর বাইরে অল্প কয়েকটি অন্যধারার ছবিতে নিজের জাত চিনিয়েছেন তিনি। এর মধ্যে প্রধানতমটি হলো আবু সাইয়ীদ পরিচালিত ‘নিরন্তন’।

হুমায়ূন আহমেদের ‘জনম জনম’ অবলম্বনে তৈরি সিনেমাটি মুক্তি পায় ২০০৬ সালে। এখনো ছবিটির কথা স্মরণ করা হয়।

বুধবার আবু সাইয়ীদ জানালেন, শাবনূরের সঙ্গে আবারও কাজ করার অনুরোধ করেছেন নায়িকার ভক্তরা। এমনকি সিনেমার তহবিল জোগাড়ে সাহায্যও করতে চান।

আবু সাইয়ীদ ফেসবুকে লেখেন, ‘শাবনুরের সাথে অনেকেই কাজ করেছেন এবং একাধিক কাজ করেছেন। আমি একটি সিনেমা বানিয়েছি–নিরন্তর। অনেকদিন থেকেই অনেকেই বলছেন, আমি যেন শাবনুরকে নিয়ে আরেকটি সিনেমা বানাই; কেউ কেউ বলেছেন, নিরন্তরের মতো আরেকটি সিনেমা। 

আজ দু’জন শাবনুর ভক্ত ইনবক্স করে তাঁদের ইচ্ছেটা জানালেন। আমি একজনকে লিখলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে শাবনুর সিনেমা নিয়ে কী ভাবছে–সে কি সিনেমা করার মতো মানসিক এবং শারীরিক অবস্থায় আছে?

https://www.facebook.com/abu.sayeed07/posts/10158550128546720

একজন শাবনুরের ছবি পাঠালেন, এটি নাকি ঈদের আগের দিনে তোলা। (এই পোষ্টের দ্বিতীয় ছবি) 

একজন লিখলেন, আপনি যদি আমাদের একটু আশ্বাস দেন আমরা চেষ্টা করতে পারি। তবে, আপনার উপর আমাদের আত্মাবিশ্বাস আছে।

একজন লিখেছেন, স্যার আমরা যদি ভক্তরা কিছু একটা ফান্ড ম্যানেজ করে দিতে পারি (জানি না কতটুকু পারবো) তাহলে কি আপনি এগিয়ে আসবেন ?

বিষয়টি বেশ চমকপ্রদ। যারা ইনবক্সে লিখেছেন, তাঁদের নাম আমি এখানে উল্লেখ করলাম না। তবে তাঁরা চাইলে মন্তব্যের ঘরে তাঁদের নাম প্রকাশ করতে পারেন।’

শাবনূরের সর্বশেষ উল্লেখযোগ্য ছবি মুক্তি পেয়েছে ২০১১ সালে। বর্তমানে এ নায়িকা অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। কয়েক বছর ধরে তার কামব্যাকের কথা শোনা গেলেও তা বাস্তবায়িত হয়নি।


Leave a reply