Select Page

নির্বাচনে মুখোমুখি শাকিব-অনন্ত

নির্বাচনে মুখোমুখি শাকিব-অনন্ত

শুরু থেকেই শাকিব খানঅনন্তর মধ্যে দেখা গেছে ঠাণ্ডা  যুদ্ধ। কেউ কারো ছায়া মাড়াতে চান না। দুজনকে একসঙ্গে কোনো অনুষ্ঠানে দেখা গেছে এমন দৃষ্টান্তও নেই। ঈদে দুজনের ছবি মুক্তি নিয়েও জল ঘোলা হয়েছিল কয়েকবার। একবার তো শাকিবের মন্তব্যের প্রেক্ষিতে মামলার হুমকি দিয়ে বসেন অনন্ত!

সম্প্রতি দেখা গেল নতুন ঘটনা। অনন্ত যেই শিল্পী সমিতির সভাপতি পদে ওমর সানীকে সমর্থন দিয়েছেন সেই শাকিব খান সমর্থন দিলেন মিশা সওদাগরকে। খবরটি চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে দারুণ প্রভাব ফেলেছে। বোঝাই যাচ্ছে, দুজন দুই প্যানেলের জন্য হাড় খাটুনি খাটবেন।

এ নিয়ে সানী বলেন, ‘অনন্ত আমাদের সমিতিতে অবদান রেখেছেন অনেক। তিনি আমাকে সমর্থন দিয়েছেন, এটা অনেক খুশির খবর। আমি তাঁর সঙ্গে দেখা করেছি। জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। ’

মিশা বলেন, ‘চলচ্চিত্রে আমরা নীতিগতভাবে যারা এক তারা সংঘবদ্ধ হচ্ছি। শাকিব আমাদের নীতিকে সমর্থন দিয়েছেন। তিনি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, এটাই আসল কথা। তাঁর সমর্থন আমাদের জিততে সাহায্য করবে। ’

সূত্র : কালের কণ্ঠ।


মন্তব্য করুন