Select Page

‘নিয়তি ডট কম’

‘নিয়তি ডট কম’

7_33310_0সুপার হিরো নিলয় অভিনীত ও মুক্তিপ্রাপ্ত দুটি চলচ্চিত্র হচ্ছে ‘বেইলী রোড’ এবং ‘রূপগাওয়াল’। তৃতীয় চলচ্চিত্র ‘অল্প অল্প প্রেমের গল্প’ এখন মুক্তির অপেক্ষায়। এবার শুরু করতে যাচ্ছেন নতুন ছবির কাজ।

নতুন ছবির নাম হো- ‘নিয়তি ডট কম’। এটি পরিচালনা করবেন অনুতোষ বড়ুয়া চঞ্চল।

চলচ্চিত্রের গল্পে দেখা যাবে বান্দরবানের শিক্ষিত একটি ছেলে ভিলেজ পলিটিক্সের বিরুদ্ধে রূখে দাঁড়াতে গিয়ে রোষানলে পড়ে।
এই ছেলের চরিত্রটি রূপায়ন করেছেন নিলয়। তিনি বলেন, গল্পে ব্যতিক্রমী ফ্লেভার রয়েছে। চরিত্রটিও গতানুগতিক ধারার বাইরে।
‘নিয়তি ডট কম’র শুটিং শুরু হবে ২৭ ডিসেম্বর।


মন্তব্য করুন