Select Page

নুসরাত, শাকিবের পর বলিউডে সিয়াম-পুজা

নুসরাত, শাকিবের পর বলিউডে সিয়াম-পুজা

# ফেরদৌস, রিয়াজ, শাকিল খান অভিনয় করেছিলেন আগে
# যৌথ প্রযোজনায় অভিনয় করেছিলেন শাবানা-ববিতার মতো তারকা
# ইদানিং জাজের তারকাদের বলিউডে ডাক পাওয়ার কথা শোনা যাচ্ছে নিয়মিত বিরতিতে। তালিকা আছেন নুসরাত ফারিয়া, শাকিব খান থেকে সিয়াম ও পূজা
# বলা হচ্ছে, এবারের সিনেমা হবে ‘দহন’-এর রিমেক। এটাও হবে প্রচারণার হাতিয়ার

বাংলাদেশি তারকারা বলিউডের এ ক্যাটাগরির সিনেমায় অভিনয়ের করেননি খুব একটা। ফেরদৌসের ‘মিট্টি’র কথা শোনা গেলেও সিনেমাটি ততটা আড়ম্বরে নির্মিত হয়নি। অন্যদিকে মহেশ মাঞ্জেকারের ছবিতে সুস্মিতা সেনের সঙ্গে রিয়াজ অভিনয় করলেও এ নিয়ে কোনো তথ্য মেলে না। ভক্তিমূলক একটি হিন্দি ছবিতে অভিনয় করেন শাকিল খান। এছাড়া ত্রুটিপূর্ণ যৌথ প্রচারণার কিছু সিনেমায় ঢাকার নামি কয়েকজন তারকা অভিনয় করেছেন।

জাজ মাল্টিমিডিয়ার হয়ে সিনেমা ক্যারিয়ারের শুরুতেই শোনা যায়, ইমরান হাশমির বিপরীতে একটা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। এরপর থেকে থেকে এ বিষয়ে একাধিক খবর প্রকাশ হয়। কিন্তু শেষ পর্যন্ত কোনো সুখবর আসেনি। জাজের সঙ্গে ‘শিকারি’ করার পর শোনা যায়- শাকিব খান অভিনয় করতে যাচ্ছে বলিউডি সিনেমায়। বিপরীতে থাকছেন শ্রদ্ধা কাপুর অথবা কারিনা কাপুর খান। বর্তমানে এ নিয়ে আর কিছু শোনা যায় না। অন্যদিকে নিরব একটি হিন্দি সিনেমায় অভিনয় করলেও কোনোভাবে এ ক্যাটাগরির সিনেমা নয়। এছাড়া জাকিয়া বারী মম একাধিক খবরের শিরোনাম হলেও কোনো আগ্রগতি নেই প্রজেক্টের।

এবার শোনা যাচ্ছে, জাজের সর্বশেষ আবিষ্কার সিয়াম ও পূজা বলিউডে অভিনয় করতে যাচ্ছেন, ছবির নাম ‘জ্বলন’। দুজনের ক্যারিয়ারে মাত্র একটি ছবি মুক্তি পেয়েছে। ‘পোড়ামন ২’ ব্যাবসায়িকভাবেও সফল। শেষ হয়েছে দ্বিতীয় ছবি ‘দহন’-এর শুটিং।

বলা হচ্ছে, ‘জ্বলন’ নামের ছবিটি নির্মাণ করবেন বলিউডের কোরিওগ্রাফার ও নির্মাতা জায়েস প্রধান, যিনি আবার জাজের সিনেমায় নিয়মিত কাজ করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

তিনি বলেন, আগামী বছর শুটিং শুরু হবে। আশা করা হচ্ছে ১৫ মার্চ ক্যামেরা চালু হবে। তবে জাজ তাদের সঙ্গে সহপ্রযোজক হিসেবে থাকবে কি না, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

সিয়াম বলেন, আমি বিষয়টা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে জাজ আমাদের পরিবার। আজিজ ভাই যে সিদ্ধান্ত নেন, সেটা ভেবেচিন্তে নেন। আগেই শুনেছিলাম জায়েস প্রধান ‘দহন’ দেখে খুব খুশি হয়েছেন। ছবিটি রিমেক করতে চান বলিউডে। হয়তো সেটাই এবার নিশ্চিত হয়েছে।

পূজা বলেন, ছবির ব্যাপারে সব চূড়ান্ত। আমি আর সিয়াম কাজ করছি। আমাদের সঙ্গে কারা থাকছেন ছবিতে, সেটা পরে জানানো হবে।

ইতোমধ্যে ‘হাজির বিরিয়ানি’ নামের সমালোচিত গান নিয়ে বেশ পরিচিতি পেয়েছে ‘দহন’। এবার নিশ্চয় সিনেমাটির রিমেক হওয়ার খবর সাড়া ফেলবে!

তারকাদের মন্তব্য : কালের কণ্ঠ


মন্তব্য করুন