Select Page

পাঁচটি সিনেমাই ব্যবসাসফল হবে, এমনটি ভাবতে দোষ কী?

পাঁচটি সিনেমাই ব্যবসাসফল হবে, এমনটি ভাবতে দোষ কী?

অবশেষে অনেক জল্পনা কল্পনা শেষে এই ঈদে বড়পর্দায় ফাইভ স্টারের উদয় হচ্ছে। অনেক সমীকরণ, যোগ-বিয়োগ শেষে খেলার ময়দানে শামিল হতে পেরেছে: প্রিয়তমা, সুড়ঙ্গ, ক্যাসিনো, প্রহেলিকা লাল শাড়ি। শেষ পর্যন্ত হাসির রেখা কার সবচেয়ে দীর্ঘ হবে জানিনা, তবে কেন জানি মনে হচ্ছে আগামী কয়েকদিন সিনেপ্লেক্সগুলোতে টিকেটের জন্য হাহাকার বইবে। সবগুলো সিনেমাই দর্শক ঘুরে ফিরে দেখবেন। গত রোজার ঈদেও মুক্তি পাওয়া ৮টি সিনেমার বেশিরভাগের দম ছিলনা। তবে এবার পাচটি সিনেমাই নানা দিক দিয়ে বিশেষ।

• শাকিব খান বাংলা সিনেমার সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সাইনবোর্ড। তার সিনেমা ছাড়া বিপুল সংখ্যক শাকিবিয়ানের ঈদ হয় না। সিনেমা কেমন বড় কথা না, শাকিব খান পর্দায় এলেই ভক্তদের ঈদ পরিপূর্ণ হয়। তবে এবার খান সাহেবকে পরিচালনা করেছেন একজন তরুণ নাট্যপরিচালক হিমেল আশরাফ। যার প্রথম সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’ দর্শক নন্দিত হয়েছিল। এবার একই সিনেমার প্রযোজক আরশাদ আদনান ও পরিচালক হিমেল আশরাফ প্রথমবার শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করেছেন। ‘প্রিয়তমা’ নামের সে সিনেমাটির কথা আমরা ২০১৫/২০১৬ সাল থেকেই শুনছি। মেধাবী চিত্রনাট্যকার ফারুক হোসেন মৃত্যুর আগে এই স্ক্রিপ্টটি লিখে গিয়েছিলেন। শাকিব খানের অন্যান্য সিনেমা থেকে ‘প্রিয়তমা’ আলাদা কিছু হবে, এমন আশা তো আমরা করতেই পারি।

• ছোট পর্দার সুপারস্টার আফরান নিশো বিগত ৭/৮ বছর ধরে ৩০-৪০টি সিনেমার প্রস্তাব ফিরিয়েছেন। অনেক হিট/ আলোচিত সিনেমাতেও তিনি অভিনয় করেননি। ভক্তকুলের প্রশ্ন ছিল, নিশো কবে সিনেমায় আসবেন? অবশেষে নিশো আসছেন। আর মাত্র কয়েক ঘন্টা পর চিত্রনায়ক নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ বড় পর্দায় আমরা দেখবো। পোড়ামন২, পরাণ-এর মত ব্যবসাসফল, জনপ্রিয় সিনেমার পরিচালক রায়হান রাফি নিশোকে প্রথমবার রূপালী পর্দায় দর্শকের সামনে হাজির করার দায়িত্ব নিয়েছেন। দুটি সিনেমাই ঈদে মুক্তি পেয়েছিল। সুতরাং ভাগ্য এবারও নিশ্চয়ই নির্মাতা এবং সুড়ঙ্গ টিমের সহায় হবে।

• আমাদের দেশের জনপ্রিয় অভিনেতাদের যদি তালিকা করা হয়, মাহফুজ আহমেদের নাম সেখানেই রাখতেই হবে। সুঅভিনয় দিয়ে ছোট পর্দায় দীর্ঘদিন জনপ্রিয় ছিলেন তিনি। বড় পর্দাতেও নিজের প্রতিভার ঝলক দেখিয়েছিলেন প্রায় ১৫টির মত সিনেমায়, পেয়েছেন দুইবার রাষ্ট্রীয় পুরস্কার। সেই মাহফুজ আহমেদ দীর্ঘ ৮ বছর পর দর্শকের সামনে আসছেন। এতদিন অনেক গল্প, অনেক সিনেমা ফিরিয়ে দেয়ার পর ‘প্রহেলিকা’র গল্প তার মনে ধরেছে। সুঅভিনেতা, সুনির্মাতা মাহফুজ আহমেদের বাজির ওপর ভরসা রাখাই যায়।

• অপু বিশ্বাস চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকাদের একজন। তার প্রযোজনায় ১ম সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তি পাচ্ছে এবারের ঈদে। সরকারের আর্থিক অনুদান নিয়ে অপু প্রথমবারের মত চলচ্চিত্র নির্মাণ করেছেন। এর আগে নায়িকাদের মধ্যে সরকারী অনুদান নিয়ে প্রযোজক জয়া আহসান সফল হয়েছিলেন ‘দেবী’ সিনেমায়। ‘লাল শাড়ি’র বিষয়বস্তুও অভিনব; তাঁতশিল্প নিয়ে। এমনটি এর আগে বাংলাদেশের কোনো সিনেমায় দেখা গেছে বলে মনে পড়ে না। এই সিনেমাটি সফল হলে অন্য শিল্পীরাও অনুপ্রাণিত হবে চলচ্চিত্র প্রযোজনায় যুক্ত হবার জন্য।

• সবশেষে বলতে হয়, ‘ক্যাসিনো’র কথা। সময়পোযগী গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ক্যাসিনো’। ২/৩ বছর আগে সিনেমার পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকরা অপেক্ষা করছেন এই সিনেমার জন্য। টিজার/ ট্রেলার দেখার পর কমেন্টবক্সে অনেকে লিখছেন, এই সিনেমাটি নায়ক নিরবের ক্যারিয়ারের সেরা সিনেমা হতে যাচ্ছে। পরিচালক সৈকত নাসির এর আগে শবনম বুবলিকে দারুণভাবে উপস্থাপন করেছিলেন ‘তালাশ’ সিনেমায়। এবারো নিশ্চয়ই তারা সবাই মুগ্ধ করবেন আমাদের।

পাঁচটি সিনেমাই ব্যবসাসফল হবে, এমনটি ভাবতে দোষ কী? কারণ পাঁচটি সিনেমা পাঁচ ধরনের। কোনোটি সম্পূর্ণ প্রেমের, কোনোটি প্রতিশোধের গল্প, কোনোটি রহস্যের, কোনোটি সাসপেন্স থ্রিলার, আবার কোনোটি দেশীয় ঐতিহ্য নিয়ে নির্মিত হয়েছে। আমি তো ভীষণ এক্সাইটেড পাঁচটি সিনেমাই বড় পর্দায় দেখার জন্য। আপনি???


লেখক সম্পর্কে বিস্তারিত

নাট্যকার, চিত্রনাট্যকার, চলচ্চিত্র সমালোচক ও উপস্থাপক। মাছরাঙা টেলিভিশনে ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।

মন্তব্য করুন