Select Page

‘পাঁঠার ভাই বদরুদ্দিন’

‘পাঁঠার ভাই বদরুদ্দিন’

52c6f99972ee5-Untitled-1মোশাররফ করিম অভিনীত নতুন ছবির নাম ‘পাঁঠার ভাই বদরুদ্দিন’। পরিচালক অনিমেষ আইচ। সোম ও মঙ্গলবার রাজধানীর হাতিরঝিল এলাকায় ছবিটির শুটিং হয়েছে। শুটিংয়ে অংশ নিয়েছেন মোশাররফ করিম ও মীর রাব্বি। রাজনীতিকে ব্যঙ্গ করে ছবিটি নির্মিত হচ্ছে।

অনিমেষ নিজেও চাননি পাঁঠার ভাই বদরুদ্দিন ছবির ব্যাপারে এখনই জানাজানি হোক। অনিমেষ প্রথম আলোকে বললেন, ‘আমি জিরো ডিগ্রি নামে একটি ছবির কাজ করছি। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান রুহি। প্রায় ৮০ শতাংশ শুটিং শেষ। বাকি শুটিং শুরু করব ১১ জানুয়ারি। জিরো ডিগ্রির পর পাঁঠার ভাই বদরুদ্দিন ছবির কাজ শুরু করার পরিকল্পনা ছিল। কিন্তু আমি এই সময়কে ফ্রেমবন্দী করে রাখতে চেয়েছি। তাই কিছু কাজ করে রাখছি। কারণ, ঢাকার জনমানবশূন্য রাস্তা, ফাঁকা পরিবেশ, এটা তো আমার পক্ষে পরে আয়োজন করা সম্ভব হবে না।’

মোশাররফ করিম বলেন, ‘পাঁঠার ভাই বদরুদ্দিন ছবিতে আমি নামভূমিকায় অভিনয় করছি। প্রথম দিন কাজ করে মনে হয়েছে, যখন ছবিটির মূল শুটিং শুরু হবে, তার কিছুদিন আগেই আমাকে আর সব কাজ থেকে ছুটি নিতে হবে। তা না হলে চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তোলা সম্ভব হবে না।’

 


মন্তব্য করুন