Select Page

‘পুনর্জন্ম ৩’ দেখে একাধিকবার ধাক্কা খাবে দর্শক

‘পুনর্জন্ম ৩’ দেখে একাধিকবার ধাক্কা খাবে দর্শক

আগের দুই কিস্তির ধারাবাহিকতায় আসছে ভিকি জাহেদ পরিচালিত ‘পুনর্জন্ম ৩’। চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ অক্টোবর নাটকটি প্রচার হবে।

নির্মাতা ভিকি ও চ্যানেল আই কর্তৃপক্ষ জানাচ্ছে, ‘পুনর্জন্ম’-৩ আসছে। যেখান থেকে গল্প শেষ সেখান থেকে নতুন গল্প ও থ্রিলার-সাসপেন্সে ভরপুর নাটকটি নির্মিত হচ্ছে যাচ্ছে। ভিকি জানিয়েছেন, আগের মতো যত্নশীল হয়েই তিনি ‘পুনর্জন্ম’-এর নতুন কিস্তি আনছেন।

ভিকি বলেন, আমার বেশীরভাগ কাজ ক্রিটিকসরা বেশি পছন্দ করে। কিন্তু ‘পুনর্জন্ম’ শুধু সমালোচক নয়; সব শ্রেণির দর্শকরা পছন্দ করেছে। শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরে থেকে প্রচুর সাড়া পেয়েছি। অনেকেই বলেছেন, এই কনটেন্ট নেটফ্লিক্সের উপযোগী! এমনকি দেশের বাইরে থেকেও এত মানুষ দেখেছিলেন, পরে বাধ্য হয়েই ‘পুনর্জন্ম’ সাবটাইটেল দেয়া হয়। চ্যানেল সংশ্লিষ্টদের কাছে, দর্শকদের সাড়া ছিল অভূতপূর্ব!

‘পুনর্জন্ম ৩’ এ কী থাকছে? ভিকির উত্তর, সেটা চমক হিসেবে রাখতে চাই। চরিত্রগুলোতে ঠিক থাকছে। সেভাবে আছে শুধু গল্পে চমক আসবে। যে পরিমাণ দর্শক  আগ্রহ দেখাচ্ছে নতুন কাজে খুব যত্নশীল থাকতে হবে। বেশকিছু টুইস্ট রয়েছে।

তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় কিস্তি দেখে দর্শক ধাক্কা খেয়েছিলেন। ‘পুনর্জন্ম ৩’ দেখেও দর্শক একাধিকবার ধাক্কা খেতে পারেন। ফেসবুকে জানানোর পর রেকর্ড পরিমাণে সাড়া পেয়েছি।


মন্তব্য করুন