Select Page

পুরস্কার ফিরে পেতে ‘বৃহন্নলা’ পরিচালকের মামলা!

পুরস্কার ফিরে পেতে ‘বৃহন্নলা’ পরিচালকের মামলা!

২০১৪ সালে তিনটি শাখায় (সেরা চলচ্চিত্র, সেরা কাহিনীকার এবং সেরা সংলাপ রচয়িতা) জাতীয় পুরস্কার পায় মুরাদ পারভেজ পরিচালিত ‘বৃহন্নলা’। পরবর্তীতে সৈয়দ মুজতবা সিরাজের গল্প চুরির অভিযোগে পুরস্কার বাতিল হয়। সরকারি অনুদানের টাকা ফেরতও চাওয়া হয়।

ওই সময় পুরস্কার তিনটি যায় অন্য ছবির ঝুলিতে। এবার জানা গেল— টাকা ফেরত না দিয়ে উল্টো সেই পুরস্কার ফিরে পেতে মামলা করেছেন মুরাদ পারভেজ।

সম্প্রতি সিনেমাটির অভিনেত্রী ও মুরাদ পারভেজের সাবেক স্ত্রী সোহানা সাবার সাক্ষাৎকার প্রকাশ করে বণিক বার্তা। সেখানে প্রসঙ্গটি উঠে আসে।

সোহানা সাবা বলেন, “বৃহন্নলা’ ছিল আমার স্বপ্নের একটি সিনেমা। এ ছবির সঙ্গে এত বেশি নিজেকে সম্পৃক্ত করেছিলাম যে, এখনো ওই ছবি থেকে নিজের নজর সরিয়ে রাখতে পারি না। বলতে পারেন, এখনো ‘বৃহন্নলা’র প্রতি আমার ভালোবাসা অটুট। এ ছবি নিয়ে খারাপ যত ঘটনা ঘটেছে, সবকিছুতেই আমি কষ্ট পেয়েছি, ব্যথিত হয়েছি।

যাহোক, যখন এ ছবির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছিল, তখন আমি মুরাদকে বারবার বলেছিলাম, তত্ক্ষণাৎ সমস্যার সমাধান করে ফেলতে এবং ব্যাখ্যা দিতে। আমার কাছে মনে হয়েছিল, সমস্যার সমাধান সঙ্গে সঙ্গেই করে ফেলা উচিত ছিল মুরাদের। এজন্য যথেষ্ট সুযোগও তার ছিল। এমনকি আমি নিজেই সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম। জানতাম, আমার ওপর দর্শকের যে বিশ্বাস আছে, তাতে আমি যদি কিছু বলি তার ওপর শ্রদ্ধা রাখবে সবাই। কিন্তু এতকিছুর পর মুরাদ আমার কোনো কথায় কর্ণপাত করেনি। ফলে যা ঘটার তা-ই ঘটে গেছে, যা বোঝার তা সবাই বুঝে নিয়েছে। এখন মুরাদ যে মামলাটি করেছেন, তা দিয়ে কোনো কাজ হবে বলে মনে হয় না। কারণ যে সম্মান যাওয়ার তা চলে গেছে, তা ফেরত পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এখন মামলা করে তো আর সে সম্মান ফেরত পাওয়া সম্ভব নয়। তাই আমি মনে করি, ‘এখন আর মুরাদের মামলার যৌক্তিকতা নেই।”


মন্তব্য করুন