Select Page

প্রচারণায় এসে হুট করে ফিরে যাচ্ছেন পাওলি

প্রচারণায় এসে হুট করে ফিরে যাচ্ছেন পাওলি

সত্তা’ ছবির নির্মাতা হাসিবুর রেজা কল্লোল এখন তার ছবিটির শেষ প্রস্তুতিতেই সময় কাটাচ্ছেন। শাকিব খান পাওলি দাম দু’জনই এখন ছবিটির প্রচারণার জন্য সময় বের করছেন।

কলকাতার বেশকিছু ছবির ব্যস্ততার মাঝেই পাওলি দাম এখন ঢাকায়। কিন্তু বিধিবাম! ঢাকায় ক’দিনের প্রস্তুতিতে এসেছিলেন ছবি প্রচারণায়, অথচ এসেই শুনলেন নিকটাত্মীয়ের অসুস্থতার খবর। তাই রোববার থেকেই সোমবার ছুট দেবেন দেশে।

পাওলি বলেন, ‘বেশকিছু টিভি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু এখন পারছি না। তবে ছবিটির প্রিমিয়ারের সময় লম্বা সময় দেবো।’

‘সত্তা’ ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এদেশের সেরা অভিনেতার বিপরীতে এটিই আমার প্রথম ছবি। কল্লোলের অনেক যত্নের কাজ এটি। সব মিলিয়ে দারুণ কিছু হবে এটিই আমার বিশ্বাস। দর্শকরাও ছবিটি উপভোগ করবেন এ আমি জানি।’

সূত্র : ইত্তেফাক


মন্তব্য করুন

Shares