Select Page

প্রত্যাশার রঙ ছড়ালো ‘অন্তর জ্বালা’ (টিজার)

প্রত্যাশার রঙ ছড়ালো ‘অন্তর জ্বালা’ (টিজার)

অনেকদিন ধরে আলোচনায় আছে মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’। বেশ সময় নিয়ে তৈরি সিনেমাটির টিজার প্রকাশ হলো এবার।

বৃহস্পতিবার রাতে ইউটিউবে ছাড়া হয় সিনেমাটির টিজার। যা দর্শকের মনে ধামাকা কিছুর প্রত্যাশা তৈরি করেছে।

‌‘অন্তর জ্বালা’য় অভিনয় করেছেন জায়েদ খান ও পরী মনি। এক যুগের ক্যারিয়ারে জায়েদের সাফল্য বলতে এ সিনেমায় অন্তর্ভুক্তি, অন্যদিকে ঢালিউডের আলোচিত তারকা পরী মনিকে সিনেমাটি নিয়ে যেতে পারে কাঙ্ক্ষিত সাফল্যে।


মন্তব্য করুন