Select Page

প্রথম সপ্তাহে এই ৫৪ হলে ‘বিউটি সার্কাস’ ও ‘অপারেশন সুন্দরবন’

প্রথম সপ্তাহে এই ৫৪ হলে ‘বিউটি সার্কাস’ ও ‘অপারেশন সুন্দরবন’

ঈদের মৌসুম ছাড়া অনেকদিন পর একই দিনে বড় দুই সিনেমা মুক্তি পাচ্ছে ঢালিউড। ২৩ সেপ্টেম্বর থেকে দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহ আলো করবেন মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ ও দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’।

দুই ছবির প্রেক্ষাপট একদম ভিন্ন। ফলে দুটোই দেখে আলাদা আলাদা স্বাদ পাবেন দর্শক। সঙ্গে রয়েছে জনপ্রিয় তারকারা।

মাহমুদ দিদারের সরকারি অনুদানের সিনেমা ‘বিউটি সার্কাস’ পেয়েছে ১৯টি হল। এ ছবিতে অভিনয় করেছেন জয় আহসান, এবিএম সুমন, ফেরদৌস, তৌকীর আহমেদ, হুমায়ূন সাধুসহ বেশ কয়েকজন পরিচিত মুখ। সার্কাসের গল্প নিয়ে এ ছবি, স্বভাবই রয়েছে নতুনত্ব।

‘বিউটি সার্কাস’ দেখা যাবে— রাজধানীতে ‘সীমান্ত সম্ভার’ বাদে স্টার সিনেপ্লেক্সের সবকটি শাখা, ব্লকবাস্টার সিনেমাস ও কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে। ঢাকার বাইরে বিজিবি, গ্রান্ড সিলেট সিনেপ্লেক্স – সিলেট, সিলভার স্ক্রিন – চট্টগ্রাম, মম ইন – বগুড়া, পূরবী – ময়মনসিংহ, তাজ – নওগাঁ, সংগীত – খুলনা, মর্ডান – দিনাজপুর, পান্না – মুক্তারপুর, রাজ – কুলিয়ারচর, মাধবী – মধুপুর, আনন্দ সিনেপ্লেক্স – গুরুদাসপুর এবং রাজিয়া – নাগরপুর।

র‌্যাবের সুন্দরবন জলদস্যু মুক্ত করার গল্প থেকে অনুপ্রাণিত ‘অপারেশন সুন্দরবন’ প্রযোজনা করছে এ বাহিনিটি। অভিনয়ে আছেন সিয়াম আহমেদ, রোশন, রিয়াজ, তাসকিন রহমান, নুসরাত ফারিয়া ও দর্শনা বণিকসহ অনেকে।

প্রথম সপ্তাহে সিনেমাটি পেয়েছে ৩৫টি হলে। রাজধানীতে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, মধুমিতা, চিত্রামহল, আনন্দ, সৈনিক ক্লাব, গীত সিনেমা, বিডিআর ও কেরানীগঞ্জের লায়ন সিনেমাস। ঢাকার বাইরে নিউমেট্রো, সিনেস্কোপ – নারায়ণগঞ্জ, গ্রান্ড সিলেট সিনেপ্লেক্স – সিলেট, সিলভার স্ক্রীন, সিনেমা প্যালেস, সুগন্ধা – চট্টগ্রাম, রুটস সিনেক্লাব – সিরাজগঞ্জ, মধুবন সিনেপ্লেক্স – বগুড়া, চাঁদমহল সিনেমা – কাঁচপুর, বর্ষা – জয়দেবপুর, চন্দ্রিমা, সেনা অডিটোরিয়াম – সাভার, রূপকথা সিনেমা – পাবনা, সত্যবতী – শেরপুর, শঙ্খ, লিবার্টি – খুলনা, ছায়াবাণী – ময়মনসিংহ, শাপলা – রংপুর, অভিরুচি – বরিশাল, মণিহার – যশোর এবং আনন্দ – কুলিয়ারচর।


মন্তব্য করুন