Select Page

প্রথম সপ্তাহে ২১টি করে হলে ‘যাও পাখি বলো তারে’ ও ‘হৃদিতা’

প্রথম সপ্তাহে ২১টি করে হলে ‘যাও পাখি বলো তারে’ ও ‘হৃদিতা’

অক্টোবরের প্রথম শুক্রবারে আজ মুক্তি পাচ্ছে দুই ছবি— মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘যাও পাখি বলো তারে’ ও ইস্পাহানী আরিফ জাহানের ‘হৃদিতা’। দুটো ছবিই প্রথম সপ্তাহে ২১টি করে হল পেয়েছে। এ ছাড়া ‘হাওয়া’, ‘পরাণ’, ‘অপারেশন সুন্দরবন’ ও ‘বিউটি সার্কাস’ চলবে কিছু হলে।

মাহিয়া মাহি, আদর আজাদ ও শিপন মিত্র পরিচালিত ‘যাও পাখি বলো তারে’ দেখা যাবে ঢাকায় স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা (পান্থপথ), ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, গীত এবং ঢাকার বাইরে সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), চাঁদমহল (কাঁচপুর), গুলশান (নারায়ণগঞ্জ), ঝুমুর (জয়দেবপুর), চন্দ্রিমা (সাভার), পান্না (মুন্সীগঞ্জ), অভিরুচি (বরিশাল), ছায়াবাণী (ময়মনসিংহ), শাপলা (রংপুর), শঙ্খ, চিত্রালী (খুলনা), মোহন (হবিগঞ্জ), রূপকথা (শেরপুর), আনন্দ (কুলিয়ারচর) ও বিজিবি অডিটোরিয়াম (সিলেট)।

আনিসুল হকের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হৃদিতা’য় অভিনয় করেছেন পূজা চেরী ও এবিএম সুমন।

সরকারি অনুদানের ছবিটি চলবে— ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার আউটলেট, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতা, শ্যামলী, চিত্রামহল, আনন্দ এবং ঢাকার বাইরে সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স (সিলেট), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), সিনেস্কোপ, নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সেনা অডিটোরিয়াম (সাভার), মম ইন (বগুড়া), মনিহার (যশোর), বর্ষা সিনেমা (জয়দেবপুর), লিবার্টি (খুলনা), রূপকথা (পাবনা), মর্ডান (দিনাজপুর) ও সৈনিক ক্লাব (ঢাকা ক্যান্ট)।


মন্তব্য করুন