Select Page

প্রযোজক ও নায়িকার প্রেমে মৃত্যু হয় সিনেমার!

প্রযোজক ও নায়িকার প্রেমে মৃত্যু হয় সিনেমার!

বাংলা সিনেমায় পেশাদার প্রযোজক না থাকায় আজকের দুরবস্থা বলে অনেকেই মনে করেন। এমনও বলা হয়, কোনো কোনো সময় নায়িকার টানেই প্রযোজনায় নাম লেখান কেউ কেউ। কিন্তু প্রেম ফুরালেই সিনেমা বন্ধ হয়ে যায়। ঘটে অন্য কলাকুশলী ও পরিচালকের স্বপ্নের অপমৃত্যু।

নির্দিষ্টভাবে কোনো ঘটনার ইঙ্গিত থাকলেও তা খোলাসা না করে সোশ্যাল মিডিয়ায় এমন একটি স্ট্যাস্টাস দিলেন ‘দেশা দ্য লিডার’ নির্মাতা সৈকত নাসির

‘বাংলা সিনেমায় নায়িকা চক্র’ শিরোনামে আজ শনিবার (২৭ জানুয়ারি) ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘৮০% সিনেমা শুরু হয় প্রযোজক আর নায়িকার প্রেমে হাবুডুবু দিয়ে। মাঝে কিছু অভিনেতা-অভিনেত্রী আর পরিচালক সাহেব স্বপ্ন দেখতে শুরু করে এবার নতুন কিছু করবে, এই নতুন কিছু জন্য রাত দিন পরিশ্রম করে যায়, আর স্বপ্ন দেখতে শুরু করে এই সিনেমাটা রিলিজ হলেই তাদের ক্যারিয়ার ঘুরে যাবে।’

এরপর সৈকত নাসির লেখেন, ‘একদিন সকালে উঠে সবাই জানতে পারে প্রযোজক আর নায়িকার প্রেমে ভাটা পড়েছে, তাই সিনেমার প্রতি প্রযোজকের আর কোন আগ্রহ নেই। সিনেমাটা বন্ধ হয়ে যায়, অভাগা কিছু স্বপ্নবাজ মানুষের দীর্ঘ পরিশ্রম আর কখনোই আলোর মুখ দেখেনা। এভাবে আটকে আছে অজস্র সিনেমা। প্রযোজক তুমি ভালো প্রেমিক না হয়ে ভালো ব্যবসায়ী হও, তা হলে অজস্র মানুষের স্বপ্নভঙ্গের কান্না তোমাকে অভিশাপ দেবে না।’

কর্মক্ষেত্রে সৈকত নাসিরের হাতে বেশ কিছু সিনেমা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য জাজ মাল্টিমিডিয়ার অসমাপ্ত ‘মাসুদ রানা’। এ পরিচালকের মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা ‘ক্যাসিনো’।


মন্তব্য করুন