Select Page

প্রযোজক ও নায়ক-নায়িকার বাগযুদ্ধে বিব্রত মানিক

প্রযোজক ও নায়ক-নায়িকার বাগযুদ্ধে বিব্রত মানিক

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিককে ‘নিপাট ভদ্রলোক’ হিসেবেই সবাই চেনেন। একের পর এক ছবি করে যাচ্ছেন, কারো সঙ্গে ঝামেলার কথা এতদিন শোনা যায়নি। কিন্তু এবার সরকারি অনুদানের ছবি করতে গিয়ে ‘বিব্রত’ হলেন তিনি।

‘আশীর্বাদ’ সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌস ও কেন্দ্রীয় চরিত্রের মাহি-রোশানের মধ্যে চলছে এ বাগযুদ্ধ চলছে। সিনেমার শুরু থেকে শুটিংয়ের সময়ের নানা ঘটনার উদাহরণ টেনে একে অপরকে দোষারোপ করছেন প্রযোজক ও শিল্পীরা।

সম্প্রতি সিনেমাটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক, পরিচালকসহ আমন্ত্রিত অতিথিরা। ছিলেন না মাহি ও রোশান। সেই প্রেক্ষিতে কথার লড়াই শুরু হয়। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি মানিক।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমি খুবই বিব্রত। আমি বিষয়গুলো নিয়ে কথা বলব। কয়েকদিনের মধ্যে আমি একটি সংবাদ সম্মেলন করার পরিকল্পনা করছি।’

ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, আশীর্বাদ মুক্তি পাবে ১৯ আগস্ট। পরিচালক জানালেন, মুক্তি এক সপ্তাহ পিছিয়েছে। ‘আশীর্বাদ’ মুক্তি পাচ্ছে ২৬ আগস্ট।

কারণ হিসেবে বলেন, ‘প্রথমত সিনেমার প্রচারের জন্য আরও কিছু সময় পাওয়া যাবে। দ্বিতীয়ত, আগের কিছু সিনেমা এখনও ভালো যাচ্ছে, ২৬ আগস্ট আরও কিছু প্রেক্ষাগৃহ পাওয়া যাবে।’


মন্তব্য করুন