Select Page

প্রশংসিত ‘সাজনা’, হিন্দিতে আপত্তি (ভিডিও)

প্রশংসিত ‘সাজনা’, হিন্দিতে আপত্তি (ভিডিও)

sajna-premi-o-premi-arifin-shuvoo-nusraat-faria

প্রকাশ হয়েছে ‘প্রেমী ও প্রেমী‘র স্যাড নাম্বার ‘সাজনা’। প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় সুর ও সঙ্গীত করেছেন আকাশ। কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের ইমরান।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশের পর থেকে গানটি প্রশংসা কুড়োচ্ছে। তবে আপত্তি এসেছে হিন্দি শব্দের ব্যবহারে। অহেতুক ‘সাজনা আল বিদা’র প্রযোগে বিরক্ত হয়েছেন অনেকে।

ইতোমধ্যে প্রকাশ হয়ে সিনেমাটির অন্য দুই গান। দেশি গীতিকারের লেখায় ছিল না হিন্দির ব্যবহার। এর আগেও হিন্দি শব্দ ব্যবহারের কারণে জাজ মাল্টিমিডিয়ার একাধিক সিনেমা নিন্দিত হয়েছে।

জাকির হোসেন রাজুর সিনেমাটি অনেকদিন ধরে আলোচনায় আছে। নতুন গানটি আরো উত্তাপই বাড়িয়ে দিল।

‘সাজনা’য় পারফর্ম করেছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। তুলে ধরা হয়েছে বিরহি প্রেমিক মনের কাতরতা।


মন্তব্য করুন