Select Page

প্রসূনের হাতে চার

প্রসূনের হাতে চার
-prosunলাক্স সুপারস্টার প্রসূন আজাদের টার্গেট চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হওয়া। তাই ফিরিয়ে দিচ্ছেন নাটকের অনেক অফার। নতুন হিসেবে তার হাতে ছবিও কম নয়। শুরু হিসেবে ভালোই বলা যায়। তার হাতে এখন চারটি ছবি।
ছবিগুলো হলো- কাজী হায়াতের ‘সর্বনাশা ইয়াবা’, বাপ্পারাজের ‘বেঈমান’, বিদ্যুতের ‘রাজা গোলাম’ ও শফিকুল ইসলাম সোহেলের ‘অচেনা হৃদয়’।
চারটি ছবিরই শুটিং করছেন প্রসূন।
এরই মধ্যে আরো দুটি নতুন ছবির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।


মন্তব্য করুন