Select Page

‘প্রিয়তমা’ দেখে শাকিব খান ও ছেলে আরশাদ আদনানকে জড়িয়ে ধরলেন রাষ্ট্রপতি

‘প্রিয়তমা’ দেখে শাকিব খান ও ছেলে আরশাদ আদনানকে জড়িয়ে ধরলেন রাষ্ট্রপতি

আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’ প্রযোজনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান। গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে সস্ত্রীক সিনেমাটি উপভোগ করেন তিনি। শো শেষে শাকিব খান ও আরশাদ আদনানকে জড়িয়ে ধরেন রাষ্ট্রপ্রধান।

সংবাদমাধ্যম বলছে, ছবি দেখে রীতিমতো আবেগ আপ্লুত হয়ে পড়েন মোহাম্মদ সাহাবুদ্দিন। পাশেই ছিলেন শাকিব খান। ছবি শেষ হওয়ার পর রাষ্ট্রপতি বুকে টেনে নেন সুপারস্টার শাকিব খানকে। পরে তার পুত্র আরশাদ আদনানকেও জড়িয়ে ধরেন।

রাষ্ট্রপতির বাহবা ও বুকে জড়িয়ে ধরার ভিডিও ক্লিপ নিজের ফ্যান পেজে পোস্ট করেছেন শাকিব খান। কৃতজ্ঞতা প্রকাশ করে শাকিব লিখেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্যার প্রিয়তমা দেখে আমাকে ও ছবি পুরো টিমকে গভীর প্রশংসা করেছেন।

পরিচালক হিমেল আশরাফ বলেন, দেশে ও বিদেশে প্রিয়তমার সাফল্য ও দর্শকদের উচ্ছ্বাস দেখে রাষ্ট্রপতি স্যার ও তার স্ত্রী ‘প্রিয়তমা’ দেখতে উদ্ধুদ্ধ হয়েছেন। সেইসাথে আমাদের ‘প্রিয়তমা’ টিমের একটি গেটটুগেদার প্রয়োজন ছিল সেটা করেছি।

ছবি সংশ্লিষ্টদের মধ্যে সংগীতপরিচালক প্রিন্স মাহমুদ, কণ্ঠশিল্পী কোনাল, প্রিয়াঙ্কা গোপ, গীতিকার সোমেশ্বর অলি, জাহিদ আকবর, রিয়াদ, ডিওপি সাইফুল শাহীন, এডিটর সীমিত রায় অন্তরসহ আরো অনেকে বিশেষ এ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন