Select Page

ফারিয়ার বিয়ে

ফারিয়ার বিয়ে

এর আগে তিনটে সিনেমায় দেখা গেছে নুসরাত ফারিয়াকে। তবে কোনোটিতেই বিয়ের সাজে অভিনয় করেননি তিনি। তেমনটা দেখা যাবে ‘ধ্যাততেরেকি’তে। সম্প্রতি সেট থেকে তোলার বিয়ের ছবি শেয়ার করেছেন সিনেমাটির পরিচালক শামীম আহমদের রনি।

তিনি ফেসবুকে লেখেন, আজ ফারিয়ার বিয়ে… ধ্যাততেরেকি… আজ শান্তির বিয়ে।

সিনেমাটিতে ফারিয়ার নাম শান্তি। তাকে এর আগের সিনেমাগুলোতে ওয়েস্টার্ন অবতারে দেখা গেলেও ‘ধ্যাততেরিকি’তে অনেকটা দেশি লুকে দেখা যাবে।

এদিকে নির্মাতা জানালেন, গল্পের প্রয়োজনে মারপিট শিখলেন নুসরাত ফারিয়া। লাঠিয়াল পরিবারের মেয়ে হিসেবে দেখা যাবে তাকে।

রনি জানান, সাত ভাইয়ের এক বোন। ভাইদের সঙ্গে নিয়মিত লাঠি খেলেন। এমন চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য দুই সপ্তাহ ধরে অ্যাকশন পরিচালক আরমান ও রাজেশ শর্মার কাছে প্রশিক্ষণ নিয়েছেন।

ফারিয়া কালের কণ্ঠকে বলেন, ‘প্রথম দিকে বেশ কষ্ট হয়েছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। এটি আসলে একটি শিল্প। ধীরে ধীরে আরমান ও রাজেশ স্যার  আমাকে শিখিয়েছেন কিভাবে লাঠি ধরতে হয়। পায়ের ধাপগুলো কিভাবে ফেললে ভারসাম্য ঠিক থাকে। এখন আমি একজন ভালো লাঠিয়াল। গতকালও শুটিংয়ে লাঠি খেলেছি।’

 


মন্তব্য করুন