Select Page

ফের ফেরদৌস ও জয়া আহসান

ফের ফেরদৌস ও জয়া আহসান

joya-ferdous

২০১১ সালে ‘গেরিলা’ ছবির মাধ্যমে জুটি হন তারা। অনেকদিন পর আবার দেখা যায় টেলিভিশন অনুষ্ঠানে নাচতে। এবার আবির খানের নির্দেশনায় ‘নাল কাহাই’ সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন ফেরদৌসজয়া আহসান

মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে আবির খান জানান।

এ দিকে যুগান্তরকে ফেরদৌস বলেন, ‘এই সিনেমায় অভিনয়ের সব বিষয়ই প্রায় চূড়ান্ত হয়ে গেছে। জানতে পেরেছি আমার বিপরীতে জয়াকে নেয়া হচ্ছে। তার সঙ্গে আমার খুব একটা কাজ করা হয় না। তবে আমাদের প্রথম জুটির ছবি গেরিলা বেশ ভালোভাবেই গ্রহণ করেছিলেন দর্শক। সেই ধারাবাহিকতায় বলতে পারি দর্শকরা এবারও আমাদের ভালোভাবেই গ্রহণ করবেন।’

ফেরদৌস ইতোমধ্যে নতুন এ পরিচালকের প্রথম সিনেমা ‘পোস্টমাস্টারে’ অভিনয় করেছেন। এর প্রযোজক ফেরদৌস নিজে। ওই সিনেমার শেষ হওয়ার পরই ‘নাল কাহাই’র শুটিং করবেন আবির।


মন্তব্য করুন