Select Page

বাংলাদেশের ‘সাজ’ কলকাতায়

বাংলাদেশের ‘সাজ’ কলকাতায়

saajপশ্চিম কলকাতার মিডিয়া এবং ট্রেইনিং প্রতিষ্ঠান চিত্রাবাণী প্রতিবছর নবীন নির্মাতাদের জন্য কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল নামের একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। ২০১৩ তেও বড় পরিসরে কলকাতা শর্ট ফিল্ম ফেস্ট এর আয়োজন হয়েছে।

এথানে বাংলাদেশ দেশ থেকে জমা পড়েছে অনেক ফিল্ম। সেখান থেকে স্ক্রিনিং এর জন্য সিলেক্ট হয়েছে সাকিব আল কাদের ও জুবায়ের আলম এর পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাজ’ ।

গল্প ও চিত্রনাট্য করেছেন সাকিব আল কাদের। ২ ডিসেম্বর ‘সাজ’ এর স্ক্রিনিং হবে।  ‘সাজ’  সিনেমাপিপলসের ব্যানার থেকে করা।  প্রযোজনায় ছিল ‘এ লাইফ প্যাটার্ন ফিল্ম’ ও ‘স্ন্যাপশট’।

ছবিটির চিত্রগ্রহণে ছিলেন বিদ্রোহী দীপন ও সম্পাদনায় ওয়াসিফ আহমেদ।


মন্তব্য করুন