Select Page

বাপ্পীর সাথে দিপালীর বাজে ছেলে

বাপ্পীর সাথে দিপালীর বাজে ছেলে

Dipaliবর্তমান বাংলাদেশি মিডিয়ার সম্ভাবনাময়ী নায়িকা দীপালি। সম্প্রতি সোহেল-বাবু পরিচালিত ‘বাজে ছেলে’ (লোফার)  চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। জুটি বেধেছেন বাপ্পি চৌধুরীর সাথে।  এই সময়ে নায়ক হিসেবে বাপ্পির অবস্থান বেশ শক্ত। তার বিপরীতে দুটি ছবিতে নায়িকা হতে পেরে বেশ অনুপ্রাণিত দীপালি।

এ বিষয়ে তিনি বললেন, ভাল মানের অভিনেত্রী হওয়ার লক্ষ্য নিয়েই আমার চলচ্চিত্রে আসা। কিন্তু প্রথম ছবি ‘পায়রা’ মুক্তিতে বিলম্ব হওয়ায় আমি অনেকটাই হতাশ হয়ে পড়েছিলাম। অবশ্য ‘বাজে ছেলে’ (লোফার) এবং ‘মিশন মাদ্রিদ’ ছবিতে কাজ করার সুযোগ পেয়ে আমি নতুনভাবে উৎসাহিত হলাম এবং মন-প্রাণ উজাড় করে অভিনয় করার জন্য সব ধরনের প্রস্তুতি নিলাম।

আহমেদ আজিম টিটু পরিচালিত ‘পায়রা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন নায়িকা দীপালি। তবে তিনি আলোচনায় চলে এসেছেন ‘বাজে ছেলে’ (লোফার) এবং ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘মিশন মাদ্রিদ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে।


মন্তব্য করুন