Select Page

বিদেশি নায়িকা নিয়ে ‘লাভ ম্যারেজ ২’

বিদেশি নায়িকা নিয়ে ‘লাভ ম্যারেজ ২’

441728897852

২০১৫ সালে মুক্তি পেয়ে ব্যবসাসফল হয় শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘লাভ ম্যারেজ‘। এবার নির্মিত হবে সিক্যুয়ালে। এতে পাল্টে যাচ্ছেন পরিচালক। শাহীন সুমনের বদলে আসছেন ওয়াজেদ আলী সুমন। নায়িকা আনা হবে কলকাতা থেকে।

ঢালিউড টোয়েন্টিফোর জানায়, প্রডাকশন হাউজ হার্টবিট থেকে গত বছর শাহীন সুমন বানিয়েছেন ‘লাভ ম্যারেজ’। শাকিব-অপু অভিনীত ছবিটি মন্দা বাজারেও ভালো ব্যবসা করে। এবার হার্টবিট নির্মাণ করতে যাচ্ছে ছবিটির দ্বিতীয় কিস্তি ‘লাভ ম্যারেজ ২’। ওয়াজেদ আলী সুমন ছবিটি নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

ছবিটি নির্মিত হবে যৌথ প্রযোজনায়। হার্টবিটের সঙ্গে কলকাতার একটি প্রডাকশন হাউজ ছবিটি নির্মাণ করবে।

এ সম্পর্কে সুমন বলেন, ‘লাভ ম্যারেজ ২’ নামেই নতুন ছবির সকল কার্যক্রম পরিচালনা করছি। গল্পের কাজও একদম শেষের দিকে। শাকিব খানকেও ছবিটিতে চুক্তিবদ্ধ করা হয়েছে। এখন আমরা শাকিবের শিডিউলের অপেক্ষায় আছি। আশা করছি চলতি সপ্তাহে শাকিবের শিডিউল পেয়ে যাবো। এরপর শুটিংয়ের তারিখ ঠিক করবো।’

যুগল নির্মাতা শাহীন সুমন একসঙ্গে চলচ্চিত্র বানিয়েছেন প্রায় অর্ধশত। এগুলোর মধ্যে ব্যবসা সফল চলচ্চিত্রের তালিকায় রয়েছে অনেক ছবি। তবে বর্তমানে দুজন আলাদা হয়ে সিনেমা নির্মাণ করছেন। শাহীন ছবি বানাচ্ছেন ‘শাহীন সুমন’ নামে। আর সুমন বানাচ্ছেন ‘ওয়াজেদ আলী সুমন’ নামে।


মন্তব্য করুন