Select Page

‘বিধাতা’য় জেমসের বছর শুরু

‘বিধাতা’য় জেমসের বছর শুরু

james

‘আমি আকাশের কাছে জানতে চাই, কী আমার অপরাধ/আমি পৃথিবীর কাছে জানতে চাই, কেন এ জীবন বরবাদ, কী কারণে মন ভাঙচুর/সম্পর্কটা বহুদূর, জ্বলে পুড়ে সব ছারখার/বিধাতা বলে দাও, বেঁচে থেকে লাভ কী আর।’

এমন কথার গানে বছরের শুরুতেই হাজির হলেন জেমস। গানটি স্থান পেয়েছে ‘সুইটহার্ট’ চলচ্চিত্রে।

‘বিধাতা’ শিরোনামের গানটির কথা ও সুর শফিক তুহিনের। সঙ্গীতায়োজন করেছেন রাফি। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে ইউটিউবে প্রকাশ হয়েছে গানটির লিরিক্যাল অডিও। তবে শুরুতেই সিনেমার কিছু ফুটেজ জুড়ে দেওয়া হয়েছে।

গানটিতে পুরনো জেমসকেই যেন পাওয়া গেল। যা নস্টালজিক করবে ‘গুরু’র ভক্তদের। ‌‘বিধাতা’য় ঠোঁট মেলাবেন বাপ্পী চৌধুরী।

‘সুইটহার্ট পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। আরও অভিনয় করেছেন রিয়াজ ও বিদ্যা সিনহা মিম। ডিজিটাল মুভিজ প্রযোজিত ছবিটি মুক্তি পাবে আগামী ১২ ফেব্রুয়ারি।


মন্তব্য করুন