Select Page

বিব্রত শাকিব খান

বিব্রত শাকিব খান

Shakib Khanমোস্তফা কামাল রাজের তৃতীয় চলচ্চিত্রে ‘কানামাছি’-তে অভিনয় করছেন শাকিব খান, মীম চঞ্চল চৌধুরী। এটা পুরানো খবর। নতুন খবর হলো এমন প্রচারে বিব্রত হয়েছেন শাকিব খান।

রাজের সাথে সুসম্পর্কের কথা স্বীকার করে শাকিব খান একটি সংবাদমাধ্যমকে জানান, ছবিতে অভিনয়ের বিষয়ে তার সাথে কোন কথাই হয় নি। আগে স্ক্রিপ্ট ও অন্যান্য বিষয়ে আলোচনা, তারপরেই তো অভিনয়ের বিষয়টা আসবে। তিনি জানান, এসব বিষয়ে তার সাথে রাজের কোন কথা হয় নি। তবে দুয়েকটি আড্ডায় এই ছবি নিয়ে কথা হয়েছে। সব মিলিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে শাকিব বিব্রত।

অন্যদিকে রাজও শাকিব খানের সুরে কথা বলছেন।

সূত্র: ইত্তেফাক


মন্তব্য করুন