Select Page

বৈশাখে ন্যানসির ‘শুনতে চাই তোমাকে’

বৈশাখে ন্যানসির ‘শুনতে চাই তোমাকে’

পয়লা বৈশাখ উপলক্ষে ন্যানসির নতুন অ্যালবাম প্রকাশ করবে সিডি চয়েস। তিনটি গান দিয়ে অ্যালবাম সাজানো হয়েছে। শিরোনামগুলো হলো ‘শুনতে চাই তোমায়’, ‘আহা! বৃষ্টি’ ও ‘একসঙ্গে হাঁটব বৈশাখে’।

অ্যালবামের নাম রাখা হয়েছে ‘শুনতে চাই তোমায়’। গান লিখেছেন জনপ্রিয় গীতিকার জাহিদ আকবর এবং সুর- সংগীত আয়োজন করেছেন চিরকুটের ইমন চৌধুরী।

অ্যালবামটি প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘এটা আমার পঞ্চম একক অ্যালবাম। উচ্ছ্বসিত আমি। তিনটা গানের কথা এককথায় চমৎকার।’

গীতিকার জাহিদ আকবর বলেন, ‘একদিন হঠাৎ করেই ন্যানসি আপু আমাকে তার অ্যালবামের জন্য গান লেখার প্রস্তাব দেন। গানগুলো আমি লিখলেও ন্যানসি আপুর মতামত ছিল। বলতে পারেন, আমাদের দুজনের ভাবনার মিশ্রণে গানের কথাগুলো লেখা হয়েছে। তিনটা গানই রোমান্টিক।’

আপাতত অ্যালবামের গানের কোনো ভিডিও নির্মাণ হবে না বলে জানান জাহিদ আকবর। তবে তিনি জানান, পয়লা বৈশাখে সিডি চয়েসের ব্যানার থেকে ‘একসঙ্গে হাঁটব বৈশাখে’ গানের লিরিক্যাল ভিডিও প্রকাশ পাবে।

সূত্র : এনটিভি


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares