Select Page

ব্যাড বয় রোশানের ‘পাপ’

ব্যাড বয় রোশানের ‘পাপ’

দুটি ছবি প্রকাশ করেছে জাজ মাল্টিমিডিয়া। যেখানে লালগাড়িতে একেবারে অচেনারূপে ধরা দিয়েছেন জিয়াউল রোশান। উৎকট মেকআপ, পোশাকের সঙ্গে বাদামি চুল ও ডান চোখের ওপর ট্যাটু ‘ব্যাডবয়’।

জাজ জানিয়েছে, নতুন ছবি ‌‘পাপ’-এ এভাবেই হাজির হচ্ছেন রোশান। আজ (১৬ মার্চ) রাজধানীর নিকুঞ্জ ও উত্তরা এলাকায় এর শুটিং শুরু হয়েছে।

বাংলা ট্রিবিউনকে রোশান বলেন, ‘একেবারে ভিন্ন গেটআপ। এমনভাবে আমাকে কেউ-ই দেখেনি। শুধু চুল বা মেকআপ নয়, আজকের পোশাকটাও আলাদা। ব্লেজার-স্যুটের এক সাইডে সাদা অন্যদিকে কালো।’

এতে রোশানের বিপরীতে আছেন ববি হক। ছবিটি পরিচালনা করছেন সৈকত নাসির।

পরিচালক জানান, এর গল্প থ্রিলার ধাঁচের। এতে চারটি চরিত্র গুরুত্বপূর্ণ। একটি ছেলে আর তিনটি মেয়ে। সেখান থেকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন ববি ও রোশান। দুজনে এর আগে বেপরোয়া নামের একটি সিনেমায় অভিনয় করেছেন।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ। প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেজে জানানো হয়েছে বুধবার থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।


মন্তব্য করুন