Select Page

মফস্বলের গল্প নিয়ে সৌদের পরের সিনেমা

মফস্বলের গল্প নিয়ে সৌদের পরের সিনেমা

প্রথম সিনেমা ‘গহীন বালুচর’-এ গ্রাম, নদী ও চর দখলের রাজনীতি দেখিয়েছেন বদরুল আনাম সৌদ। অবশ্য মূল সুরে বেজেছে প্রেমের গল্প। বাণিজ্যিক সাফল্য না এলেও দর্শকরা নিন্দা করেননি সেই সিনেমার।

দ্বিতীয় সিনেমায় অন্য পথে হাঁটছেন নির্মাতা। সৌদ জানালেন, মফস্বলের গল্প নিয়ে বানাবেন সিনেমাটি।

বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য লিখছেন। শেষ হতে সময় লাগবে মাসখানেক।

তিনি আরো জানান, নাম ঠিক না হওয়া সিনেমাটিতেও প্রেম থাকবে। তবে মূখ্য বিষয় হয়ে থাকবে না।

প্রথম সিনেমায় নীলাঞ্জনা নীলা, আবু হুরায়রা তানভির ও জান্নাতুন নূর মুনের অভিষেক হয়েছিল। নতুন সিনেমায় তারা থাকবেন কি-না এখনই বলা রাজি নন সৌদ।

জানালেন, কাহিনীর গতিপথই ঠিক করে দেবে কারা হবে ওই সিনেমার প্রধান অভিনয়শিল্পী।


মন্তব্য করুন