Select Page

মাছরাঙায় ঈদের সাতদিন রাত সাড়ে ১১টায় বাংলা সিনেমা

মাছরাঙায় ঈদের সাতদিন রাত সাড়ে ১১টায় বাংলা সিনেমা

 

ঈদুল ফিতর উপলক্ষে সাতদিনের বিশেষ আয়োজন রেখেছে মাছরাঙা টেলিভিশন। নাটক-টেলিছবিসহ অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি থাকছে সিনেমা।

নতুন কোনো ছবির প্রিমিয়ার না হলেও সাতদিন প্রচার হবে জনপ্রিয় তারকাদের চলচ্চিত্র।

চ্যানেল সূত্রে জানা গেছে প্রতিদিন রাত সাড়ে ১১টায় প্রচার হবে এই সব চলচ্চিত্র।

এই সাতদিন প্রচার হবে যথাক্রমে আমার প্রাণের স্বামী (শাকিব খান ও শাবনূর),  মুঘলে আজম (মান্না ও শাবনূর), আমার প্রেম আমার অহংকার (শাকিল খান, মৌসুমী ও মাহফুজ আহমেদ), মায়ের জেহাদ (রিয়াজ ও পূর্ণিমা), আমার প্রতিজ্ঞা (মান্না, মৌসুমী ও ফেরদৌস), প্রেম প্রেম পাগলামী (বাপ্পী চৌধুরী ও আঁচল) এবং দুই বধূ এক স্বামী (মান্না, মৌসুমী ও শাবনূর)।


মন্তব্য করুন