Select Page

মাহি-সজলের সঙ্গে মৌসুমী-সানি

মাহি-সজলের সঙ্গে মৌসুমী-সানি

omar-sani-moushumi

বদিউল আলম খোকনের নতুন সিনেমা ‘হারজিৎ’-এ অভিনয় করছেন মাহিসজল। এ খবরে উল্লসিত হয়েছিলেন দুই তারকার ভক্তরা। তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হেভিওয়েট দুই তারকা— মৌসুমীওমন সানী

‘হারজিৎ’-এ অভিনয়ের জন্য শিগগিরই চুক্তিবদ্ধ হবেন জনপ্রিয় এ তারকা দম্পতি। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন ওমর সানী।

তিনি বলেন, ‘আগামী মাস থেকে এ ছবির কাজ শুরু হচ্ছে। এ ছবিতে মাহি ও সজল থাকছেন। পরিচালক বদিউল আলম খোকনের প্রতি আমাদের আস্থা রয়েছে। আমাকে ও মৌসুমীকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছেন। আমরা ছবিটি করছি। আশা করি, দর্শকরা ছবিটি দেখে পছন্দ করবেন।’

তিনি আরও জানান, একটি ব্যাংকের সংকট নিয়ে ছবির গল্প। মূলত টাকা নিয়েই পরিবারে এক ধরনের দ্বন্দ্বের সূত্রপাত ঘটবে। যেখানে মৌসুমীকে একজন ব্যাংক কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। তার ছোট বোন চরিত্রে অভিনয় করছেন মাহি।


মন্তব্য করুন