Select Page

মিডিয়ার আড়ালে রোমানা

মিডিয়ার আড়ালে রোমানা

Romanaএকসময় মিডিয়ায় বেশ সরব থাকলেও এখন আড়ালেই থাকতে চান অভিনেত্রী রোমানা। মিডিয়ার বাইরের জগৎকে সময় দিতে চান বলে জানিয়েছেন সম্প্রতি।

এক প্রকার অভিযোগের সুরেই রোমানা জানান – মিডিয়া তাকে নিয়ে কম গসিপ ছড়ায় নি। কি করছে, কোথায় যাচ্ছে  ইত্যাদি নিয়ে আলোচনা সমালোচনা করেছে। তাই মিডিয়া থেকে সরে আছেন তিনি।

বর্তমানে রোমানা খন্ড নাটক ও ধারাবাহিকে কাজ করছেন।

সূত্র: কালের কন্ঠ


মন্তব্য করুন