Select Page

মুক্তি পাচ্ছে ‘পুত্র যখন পয়সাওয়ালা’

মুক্তি পাচ্ছে ‘পুত্র যখন পয়সাওয়ালা’

522f556c1fb67-Untitled-1অবশেষে মুক্তি পেতে যাচ্ছে নারগিস আক্তারের বহুল প্রতীক্ষিত ছবি ‘পুত্র যখন পয়সাওয়ালা’। বরাবরের মতোই এই নারী পরিচালক ভিন্নধর্মী বিষয় নিয়ে হাজির হচ্ছেন পর্দায়। ছবিটির কাজ শেষ হয়েছিল প্রায় বছর দেড়েক আগে।

২৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

এই ছবিতে প্রথমবারের মতো অভিনয় করেছেন টেলিভিশন অভিনেত্রী ফারাহ রুমা।

আরও অভিনয় করেছেন ববিতা, ইমন, শায়না, নূতন, আলীরাজ, মিশা সওদাগর প্রমুখ।

এবারই প্রথম সংগীত শিল্পী রবি চৌধুরী একটি ছবির সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন। গানের কথা লিখেছেন গাজী মাজহারুল ইসলাম।

গানগুলোতে কণ্ঠ দিয়েছেন নচিকেতা, এন্ড্রু কিশোর, মনির খান, রিজিয়া পারভীন, রবি চৌধুরী ও মৃদুলা।

ছবিটির বিজ্ঞাপন নিয়মিত এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে।


মন্তব্য করুন